০৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা থেকে শ্রীলঙ্কা গেলেন পিটার হাস

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস হঠাৎ করেই আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকা ছাড়েন। কূটনৈতিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে তিনি কোথায় গিয়েছেন এ নিয়ে নানা রকম তথ্য ঘুরপাক খাচ্ছে। শেষ পর্যন্ত তিনি শ্রীলঙ্কার রাজধানী কলম্বো গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, পিটার হাস বেলা সাড়ে ১১টায় তার গুলশানস্থ বাসভবন থেকে বের হয়ে ঢাকা বিমানবন্দরে রওনা করেন। এরপর দুপুর একটার ফ্লাইটে তিনি ঢাকা থেকে উড়াল দেন। তবে কী কারণে হঠাৎ তিনি ঢাকা ত্যাগ করছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

সম্প্রতি বাংলাদেশের নির্বাচন ঘিরে বেশ তৎপর দেখা গিয়েছিল পিটার হাসকে। তারই পরিপ্রেক্ষিতে দেশের বৃহৎ তিন রাজনৈতিক দলকে সংলাপের জন্য যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠি দেয় পিটার হাস। বৃহৎ তিন রাজনৈতিক দল হলো- ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি।

শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

ঢাকা থেকে শ্রীলঙ্কা গেলেন পিটার হাস

আপডেট : ১২:২২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস হঠাৎ করেই আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকা ছাড়েন। কূটনৈতিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে তিনি কোথায় গিয়েছেন এ নিয়ে নানা রকম তথ্য ঘুরপাক খাচ্ছে। শেষ পর্যন্ত তিনি শ্রীলঙ্কার রাজধানী কলম্বো গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, পিটার হাস বেলা সাড়ে ১১টায় তার গুলশানস্থ বাসভবন থেকে বের হয়ে ঢাকা বিমানবন্দরে রওনা করেন। এরপর দুপুর একটার ফ্লাইটে তিনি ঢাকা থেকে উড়াল দেন। তবে কী কারণে হঠাৎ তিনি ঢাকা ত্যাগ করছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

সম্প্রতি বাংলাদেশের নির্বাচন ঘিরে বেশ তৎপর দেখা গিয়েছিল পিটার হাসকে। তারই পরিপ্রেক্ষিতে দেশের বৃহৎ তিন রাজনৈতিক দলকে সংলাপের জন্য যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠি দেয় পিটার হাস। বৃহৎ তিন রাজনৈতিক দল হলো- ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি।