নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে তৃণমূল বিএনপি: শমশের মুবিন
- আপডেট সময় : ১২:২৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
- / ৪০৯ বার পড়া হয়েছে
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে তৃণমূল বিএনপি। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলটির চেয়ারপারসন শমশের মুবিন চৌধুরী । তিনি আশা প্রকাশ করেন নির্বাচন কমিশন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারবে।
তিনি জানান, নির্বাচনে অংশ নেওয়ার সব প্রস্তুতি শেষ হয়েছে। তিনশ আসনেই প্রার্থী দেয়ার আশাবাদের কথা বলেছেন তিনি।
আগামী শনিবার থেকে ৫ হাজার টাকার বিনিময়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করবে তৃণমূল বিএনপি। ২১, ২২ ও ২৩ শে নভেম্বর প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সংসদরে ৩শ’ আসনইে প্রার্থী দেয়ার সক্ষমতা আছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে বলেও প্রত্যাশা করে তৃণমূল বিএনপি।
বিএনপি নেতাদের কেউ তৃণমূলের ব্যানারে নির্বাচন করতে চাইলে তাদের জন্যও পথ খোলা থাকবে বলে জানান শমসের মুবিন চৌধুরী। তিনি বলেন, নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিত ।