ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিএনপির পঞ্চম দফা অবরোধের শেষ দিন আজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৫০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • / ৪৩২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির পঞ্চম দফায় দেশজুড়ে ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি চলছে। দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা অন্য বিরোধী দলগুলোও এ কর্মসূচি পালন করছে। বুধবার (১৫ই নভেম্বর) ভোর ৬টায় শুরু হওয়া অবরোধ চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত। চতুর্থ ধাপের অবরোধ শেষ হয় মঙ্গলবার (১৪ই নভেম্বর) ভোর ৬টায়। নাশকতা ঠেকাতে দেশজুড়ে সর্তক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেলেও বিপরীত ছিল বিএনপি। তফসিলের কোনো প্রভাব দেখা যায়নি দলটির ওপর। ২৮ অক্টোবরের পর থেকে বরাবরের মতো আজও তালাবদ্ধ রয়েছে বিএনপির নয়াপল্টন কার্যালয়। দেখা যায়নি কোনো নেতাকর্মীও।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, আজও নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের আশপাশে অবস্থান নিয়েছে পুলিশ। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া কাকরাইল থেকে বিএনপির কার্যালয়ের দিকে যাওয়ার পথে নাইটিঙ্গেল মোড়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্য দেখা গেছে।

গত বুধবার রাজধানীর একটি হাসপাতালে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছিলেন, বিএনপি নিজেরা তাদের কার্যালয়ে তালা দিয়ে রেখেছে। তারা চাইলে কার্যালয় থেকে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। তার এই বক্তব্যের পর বুধবার (১৫ নভেম্বর) বিএনপির কার্যালয়ে গিয়ে বাংলাদেশ জনতা পার্টি নামে একটি সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে এবং অবস্থান নেয়। কিন্তু তাদের অবস্থান নেওয়ার পাঁচ মিনিটে মধ্যে পুলিশ সেখান থেকে ৫ জনকে আটক করে নিয়ে যায় এবং অবস্থানকারীদের তুলে দেয়।

পঞ্চম দফা অবরোধের দ্বিতীয় দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের পাহারায় দেখা গেছে দুই নেতাকে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে কার্যালয়ের সামনে সকাল ৯টার দিকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজকে অবস্থান করতে দেখা যায়। তাদের সঙ্গে চার থেকে পাঁচ জন কর্মী উপস্থিত রয়েছেন। এরপর ৯ টা ২০ মিনিটের দিকে কার্যালয়ে আসেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। তবে তার সঙ্গে কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

এদিকে, সরকারের পতনের দাবিতে এবার চূড়ান্ত আন্দোলনের শেষ ধাপে আরও কঠোর কর্মসূচি ঘোষণার প্রস্তুতি রয়েছে দলটির। সেই কর্মসূচিতে আগামী রোববার থেকে টানা হরতাল ও অবরোধ কর্মসূচি আসতে পারে বলে জানা গেছে। তফসিল ঘোষণার প্রতিক্রিয়ায় রিজভী বলেন, দেশে ভীতিকর যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি করে একতরফা নির্বাচনের এই তথাকথিত তফসিল জনগণ মানে না। এই নীল-নকশার তফশিলে বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না।

নির্বাচনের তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত (আজ সকাল ৯টা) ট্রেনসহ মোট ১১ টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, তফসিলের পর থেকে ১৬ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত মোট ১১টি আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ১১টি যানবাহনে অগ্নিকাণ্ড ঘটে। তবে ঢাকা সিটিতে কোনো বাহনে আগুনের সংবাদ পায়নি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, বুধবার সন্ধ্যা ৭টার পর সিলেটের শাহ পরানে একটি লেগুনায় আগুন, বগুড়ায় একটি কাভার্ড ভ্যানে আগুন, দোহারে একটি ট্রাকে এবং চট্টগ্রামের খুলশিতে দুটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।

বগুড়ার শেলপুরে একটি ট্রাকে, ঝালকাঠির কলেজ মোড়ে একটি লেগুনায়, বগুড়া সদরের জয়বাংলাহাটে একটি ট্রাকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ইসরাইলের মোড়ে একটি মিনি ট্রাকে, টাঙ্গাইল সদরের টাঙ্গাইল কমিউটার ট্রেনে এবং চাঁদপুরের হাজিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।

রাজধানীতে যানবাহন কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বেড়েছে। গণপরিবহনের সংখ্যা কম থাকলেও বরাবরের মত রিকশা, অটোরিকশা, সিএনজি ও ব্যক্তিগত গাড়ির দখলে রাজপথ। তবে যাত্রীর অভাবে রাজধানীর সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস।

অফিসগামী আর দিনমজুররা ছুটছেন নিজ নিজ কর্মক্ষেত্রে। বলছেন, জীবিকার তাগিদেই বের হতে হচ্ছে তাদের। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা থাকায় বের হয়েছেন শিক্ষার্থীরাও। তবে আতঙ্ক বিরাজ করছে বলে জানান তারা। নাশকতা রুখতে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিতে দেখা যায় তাদের।

অবরোধের দ্বিতীয় দিনে পর্যাপ্ত যাত্রী না থাকায় বাস টার্মিনাল থেকে ছাড়ছে না কোনো বাস। যাত্রীশূন্য টার্মিনাল সকাল থেকেই স্থবির। ঘুমিয়ে, ঘুরে ফিরে, গল্প করেই সময় পার করছেন অধিকাংশ বাসের স্টাফরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত রাজধানীর মহাখালী টার্মিনাল ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, টার্মিনালের প্রবেশপথেই কয়েকজন বাসের স্টাফ আড্ডা দিচ্ছেন। যাত্রীর আশায় সকাল থেকে প্রস্তুত থাকলেও পর্যাপ্ত যাত্রী না হওয়ার কারণে বাস ছাড়েনি। বিভিন্ন বাসের স্টাফরা বলেন, এমন অবস্থা চলতে থাকলে ভয়াবহ আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে। এখনই খাওয়ার এবং দৈনিক চলাফেরার টাকা নেই। বাড়িতে টাকা দিতে পারছি না। আবার সামনের সপ্তাহেও হরতাল আছে। এমন অবস্থা চলতে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে।

বুধবার (১৫ই নভেম্বর) তফসিল ঘোষণার পরপরই রাজধানীতে বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন দল ও জোট বিক্ষোভ মিছিল করেছে। তফশিল প্রত্যাখ্যান করে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা সারাদেশে হরতাল ডেকেছে গণতন্ত্র মঞ্চ। অন্যদিকে, আজ সারাদেশে অর্ধদিবস হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। তফসিল ঘোষণার পর সারাদেশে অর্ধশতাধিক গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে অজ্ঞাতরা। এ ছাড়া গাজীপুরে ট্রেনলাইনেও অগ্নিসংযোগ করা হয়েছে।

পঞ্চম দফার অবরোধ কর্মসূচির সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করছে দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করলে জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়।

নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় মিছিল শেষে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করার সময় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দেন। এ সময় জামায়াতের নেতাকর্মীরা পালানোর সময় ১২ জনকে আটক করা হয়। এ ছাড়া পুলিশ আরও ৪ জনকে আটক করে ওই মিছিল থেকে।

সারাদেশে আধাবেলা হরতালের সমর্থনে নারায়ণগঞ্জে মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল পৌনে সাতটায় শহরের আলি আহাম্মদ চুনকা পাঠাগারের সামনে বের হওয়া ওই মিছিলে বাধা দেয় পুলিশ। মিছিলকারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় কমপক্ষে ২০ জন আহত হন।

আহতরা হলেন- বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদের জেলা সদস্য আবু নাঈম খান বিপ্লব, খোরশেদ আলম, জাসাল হোসেন, রাতুল আহম্মেদ, রুহুল আমিন সোহাগ, নুরুল ইসলাম, সরত মণ্ডল, সাইফুল ইসলাম, রেজাউল করিম, রোকন আহম্মেদসহ ২০ জন।

হাফিজুল ইসলাম জানান, হরতালের সমর্থনে আমরা শান্তিপূর্ণ মিছিল বের করি। কিন্তু আমাদের মিছিলে পুলিশ বিনা উসকানিতে লাঠিচার্জ করেছে। এতে কমপক্ষে ২০ জন নেতাকর্মী আহত হন।

অন্যদিকে, জয়পুরহাটে পাথরবাহী একটি ট্রাক ভাঙচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের সদর উপজেলার পুরানাপৈল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে পাথর বোঝাই একটি ট্রাক নওগাঁ যাচ্ছিল। ভোর সাড়ে ৪টার দিকে পুরানাপৈল রেল গেইট এলাকায় পৌঁছালে চালক ট্রাকের গতি কমিয়ে দেয়। এসময় ১২ থেকে ১৩ জন লোক এসে ট্রাকে ইট পাটকেল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। ট্রাকের চালক ও স্থানীয় লোকজন পাশের খাল থেকে পানি নিয়ে নিভিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

জয়পুরহাট থানা পুলিশের উপপরির্দশক নাজমুল ইসলাম বলেন, ভোরের দিকে দুর্বৃত্তরা পাথরবোঝাই ট্রাকে আগুন দিয়ে পালিয়ে গেছে। এতে ট্রাকের কেবিনের গ্লাস ও চাকা সামান্য ক্ষতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বিএনপির পঞ্চম দফা অবরোধের শেষ দিন আজ

আপডেট সময় : ০৫:৫০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির পঞ্চম দফায় দেশজুড়ে ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি চলছে। দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা অন্য বিরোধী দলগুলোও এ কর্মসূচি পালন করছে। বুধবার (১৫ই নভেম্বর) ভোর ৬টায় শুরু হওয়া অবরোধ চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত। চতুর্থ ধাপের অবরোধ শেষ হয় মঙ্গলবার (১৪ই নভেম্বর) ভোর ৬টায়। নাশকতা ঠেকাতে দেশজুড়ে সর্তক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেলেও বিপরীত ছিল বিএনপি। তফসিলের কোনো প্রভাব দেখা যায়নি দলটির ওপর। ২৮ অক্টোবরের পর থেকে বরাবরের মতো আজও তালাবদ্ধ রয়েছে বিএনপির নয়াপল্টন কার্যালয়। দেখা যায়নি কোনো নেতাকর্মীও।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, আজও নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের আশপাশে অবস্থান নিয়েছে পুলিশ। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া কাকরাইল থেকে বিএনপির কার্যালয়ের দিকে যাওয়ার পথে নাইটিঙ্গেল মোড়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্য দেখা গেছে।

গত বুধবার রাজধানীর একটি হাসপাতালে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছিলেন, বিএনপি নিজেরা তাদের কার্যালয়ে তালা দিয়ে রেখেছে। তারা চাইলে কার্যালয় থেকে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। তার এই বক্তব্যের পর বুধবার (১৫ নভেম্বর) বিএনপির কার্যালয়ে গিয়ে বাংলাদেশ জনতা পার্টি নামে একটি সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে এবং অবস্থান নেয়। কিন্তু তাদের অবস্থান নেওয়ার পাঁচ মিনিটে মধ্যে পুলিশ সেখান থেকে ৫ জনকে আটক করে নিয়ে যায় এবং অবস্থানকারীদের তুলে দেয়।

পঞ্চম দফা অবরোধের দ্বিতীয় দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের পাহারায় দেখা গেছে দুই নেতাকে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে কার্যালয়ের সামনে সকাল ৯টার দিকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজকে অবস্থান করতে দেখা যায়। তাদের সঙ্গে চার থেকে পাঁচ জন কর্মী উপস্থিত রয়েছেন। এরপর ৯ টা ২০ মিনিটের দিকে কার্যালয়ে আসেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। তবে তার সঙ্গে কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

এদিকে, সরকারের পতনের দাবিতে এবার চূড়ান্ত আন্দোলনের শেষ ধাপে আরও কঠোর কর্মসূচি ঘোষণার প্রস্তুতি রয়েছে দলটির। সেই কর্মসূচিতে আগামী রোববার থেকে টানা হরতাল ও অবরোধ কর্মসূচি আসতে পারে বলে জানা গেছে। তফসিল ঘোষণার প্রতিক্রিয়ায় রিজভী বলেন, দেশে ভীতিকর যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি করে একতরফা নির্বাচনের এই তথাকথিত তফসিল জনগণ মানে না। এই নীল-নকশার তফশিলে বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না।

নির্বাচনের তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত (আজ সকাল ৯টা) ট্রেনসহ মোট ১১ টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, তফসিলের পর থেকে ১৬ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত মোট ১১টি আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ১১টি যানবাহনে অগ্নিকাণ্ড ঘটে। তবে ঢাকা সিটিতে কোনো বাহনে আগুনের সংবাদ পায়নি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, বুধবার সন্ধ্যা ৭টার পর সিলেটের শাহ পরানে একটি লেগুনায় আগুন, বগুড়ায় একটি কাভার্ড ভ্যানে আগুন, দোহারে একটি ট্রাকে এবং চট্টগ্রামের খুলশিতে দুটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।

বগুড়ার শেলপুরে একটি ট্রাকে, ঝালকাঠির কলেজ মোড়ে একটি লেগুনায়, বগুড়া সদরের জয়বাংলাহাটে একটি ট্রাকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ইসরাইলের মোড়ে একটি মিনি ট্রাকে, টাঙ্গাইল সদরের টাঙ্গাইল কমিউটার ট্রেনে এবং চাঁদপুরের হাজিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।

রাজধানীতে যানবাহন কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বেড়েছে। গণপরিবহনের সংখ্যা কম থাকলেও বরাবরের মত রিকশা, অটোরিকশা, সিএনজি ও ব্যক্তিগত গাড়ির দখলে রাজপথ। তবে যাত্রীর অভাবে রাজধানীর সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস।

অফিসগামী আর দিনমজুররা ছুটছেন নিজ নিজ কর্মক্ষেত্রে। বলছেন, জীবিকার তাগিদেই বের হতে হচ্ছে তাদের। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা থাকায় বের হয়েছেন শিক্ষার্থীরাও। তবে আতঙ্ক বিরাজ করছে বলে জানান তারা। নাশকতা রুখতে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিতে দেখা যায় তাদের।

অবরোধের দ্বিতীয় দিনে পর্যাপ্ত যাত্রী না থাকায় বাস টার্মিনাল থেকে ছাড়ছে না কোনো বাস। যাত্রীশূন্য টার্মিনাল সকাল থেকেই স্থবির। ঘুমিয়ে, ঘুরে ফিরে, গল্প করেই সময় পার করছেন অধিকাংশ বাসের স্টাফরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত রাজধানীর মহাখালী টার্মিনাল ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, টার্মিনালের প্রবেশপথেই কয়েকজন বাসের স্টাফ আড্ডা দিচ্ছেন। যাত্রীর আশায় সকাল থেকে প্রস্তুত থাকলেও পর্যাপ্ত যাত্রী না হওয়ার কারণে বাস ছাড়েনি। বিভিন্ন বাসের স্টাফরা বলেন, এমন অবস্থা চলতে থাকলে ভয়াবহ আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে। এখনই খাওয়ার এবং দৈনিক চলাফেরার টাকা নেই। বাড়িতে টাকা দিতে পারছি না। আবার সামনের সপ্তাহেও হরতাল আছে। এমন অবস্থা চলতে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে।

বুধবার (১৫ই নভেম্বর) তফসিল ঘোষণার পরপরই রাজধানীতে বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন দল ও জোট বিক্ষোভ মিছিল করেছে। তফশিল প্রত্যাখ্যান করে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা সারাদেশে হরতাল ডেকেছে গণতন্ত্র মঞ্চ। অন্যদিকে, আজ সারাদেশে অর্ধদিবস হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। তফসিল ঘোষণার পর সারাদেশে অর্ধশতাধিক গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে অজ্ঞাতরা। এ ছাড়া গাজীপুরে ট্রেনলাইনেও অগ্নিসংযোগ করা হয়েছে।

পঞ্চম দফার অবরোধ কর্মসূচির সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করছে দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করলে জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়।

নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় মিছিল শেষে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করার সময় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দেন। এ সময় জামায়াতের নেতাকর্মীরা পালানোর সময় ১২ জনকে আটক করা হয়। এ ছাড়া পুলিশ আরও ৪ জনকে আটক করে ওই মিছিল থেকে।

সারাদেশে আধাবেলা হরতালের সমর্থনে নারায়ণগঞ্জে মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল পৌনে সাতটায় শহরের আলি আহাম্মদ চুনকা পাঠাগারের সামনে বের হওয়া ওই মিছিলে বাধা দেয় পুলিশ। মিছিলকারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় কমপক্ষে ২০ জন আহত হন।

আহতরা হলেন- বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদের জেলা সদস্য আবু নাঈম খান বিপ্লব, খোরশেদ আলম, জাসাল হোসেন, রাতুল আহম্মেদ, রুহুল আমিন সোহাগ, নুরুল ইসলাম, সরত মণ্ডল, সাইফুল ইসলাম, রেজাউল করিম, রোকন আহম্মেদসহ ২০ জন।

হাফিজুল ইসলাম জানান, হরতালের সমর্থনে আমরা শান্তিপূর্ণ মিছিল বের করি। কিন্তু আমাদের মিছিলে পুলিশ বিনা উসকানিতে লাঠিচার্জ করেছে। এতে কমপক্ষে ২০ জন নেতাকর্মী আহত হন।

অন্যদিকে, জয়পুরহাটে পাথরবাহী একটি ট্রাক ভাঙচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের সদর উপজেলার পুরানাপৈল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে পাথর বোঝাই একটি ট্রাক নওগাঁ যাচ্ছিল। ভোর সাড়ে ৪টার দিকে পুরানাপৈল রেল গেইট এলাকায় পৌঁছালে চালক ট্রাকের গতি কমিয়ে দেয়। এসময় ১২ থেকে ১৩ জন লোক এসে ট্রাকে ইট পাটকেল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। ট্রাকের চালক ও স্থানীয় লোকজন পাশের খাল থেকে পানি নিয়ে নিভিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

জয়পুরহাট থানা পুলিশের উপপরির্দশক নাজমুল ইসলাম বলেন, ভোরের দিকে দুর্বৃত্তরা পাথরবোঝাই ট্রাকে আগুন দিয়ে পালিয়ে গেছে। এতে ট্রাকের কেবিনের গ্লাস ও চাকা সামান্য ক্ষতি হয়েছে।