১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

উরুগুয়ের বিপক্ষে মেসির খেলা নিয়ে তৈরি শঙ্কা

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০৬:১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • ৭৪ দেখেছেন

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের ম্যাচে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ছয়টায় মাঠে নামবে তারা। সেই ম্যাচে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি খেলবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপজয়ী এই ফুটবলারের খেলা নিয়ে কথা বলেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি।

বেশ লম্বা সময় ধরে মাঠের অনুশীলনে নেই লিওনেল মেসি। ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির খেলা না থাকায় মাঠে নামা হচ্ছে না এই আর্জেন্টাইন ফুটবলারের। ম্যাচ খেলার মধ্যে না থাকলেও মেসিকে নিয়ে চিন্তিত নন দলটির কোচ। স্কালোনি জানান, মেসি ম্যাচ খেলার মতো প্রস্তুত।

আর্জেন্টিনার কোচ বলেন, ‘মেসি ভালো আছে। সে ভালো করছে। গত ২৫ দিনে মেসি মাত্র একটা ম্যাচ খেলেছে তবে সে দারুণ অবস্থায় রয়েছে, অনুশীলনেও ভালো করছে।’

বিশ্বকাপ বাছাইয়ে দারুণ ছন্দে রয়েছে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। চার ম্যাচ খেলে সবকটিতেই জয়ের দেখা পেয়েছে তারা। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটিও তাদের দখলেই। মেসিরা এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে সাত গোল করেছে, বিপরীতে কোনো গোল হজম করেনি।

উরুগুয়ের বিপক্ষে মেসির খেলা নিয়ে তৈরি শঙ্কা

আপডেট : ০৬:১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের ম্যাচে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ছয়টায় মাঠে নামবে তারা। সেই ম্যাচে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি খেলবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপজয়ী এই ফুটবলারের খেলা নিয়ে কথা বলেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি।

বেশ লম্বা সময় ধরে মাঠের অনুশীলনে নেই লিওনেল মেসি। ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির খেলা না থাকায় মাঠে নামা হচ্ছে না এই আর্জেন্টাইন ফুটবলারের। ম্যাচ খেলার মধ্যে না থাকলেও মেসিকে নিয়ে চিন্তিত নন দলটির কোচ। স্কালোনি জানান, মেসি ম্যাচ খেলার মতো প্রস্তুত।

আর্জেন্টিনার কোচ বলেন, ‘মেসি ভালো আছে। সে ভালো করছে। গত ২৫ দিনে মেসি মাত্র একটা ম্যাচ খেলেছে তবে সে দারুণ অবস্থায় রয়েছে, অনুশীলনেও ভালো করছে।’

বিশ্বকাপ বাছাইয়ে দারুণ ছন্দে রয়েছে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। চার ম্যাচ খেলে সবকটিতেই জয়ের দেখা পেয়েছে তারা। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটিও তাদের দখলেই। মেসিরা এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে সাত গোল করেছে, বিপরীতে কোনো গোল হজম করেনি।