ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফিলিস্তিনে নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • / ৪৩৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলমান ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজার নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) সেখানকার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর-টিআরটি ওয়াল্ড

এতে বলা হয়েছে, নিহতদের মধ্যে পাঁচ হাজারের বেশি শিশু এবং তিন হাজার তিনশ জন নারী রয়েছেন। হামলায় আহত হয়েছেন ত্রিশ হাজার। এক হাজার শিশুসহ প্রায় তিন হাজার ৭৫০ জন নিখোঁজ রয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল এক হাজার ২৭০টি গণহত্যা করেছে গাজায়। ২০০ জন চিকিৎসক, ২২ জন সিভিল ডিফেন্স কর্মী ও ৫১ জন সাংবাদিক ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

ইসরাইয়েলি হামলায় প্রায় ২৫টি হাসপাতাল ও ২৫০ চিকিৎসা সেবাকেন্দ্র বন্ধ হয়ে গেছে। ধ্বংস হয়েছে কমপক্ষে ৫৫টি অ্যাম্বুলেন্স। ৯৫ হাজারেরও বেশি সরকারি স্থাপনা বিধ্বস্ত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এ সময় ইসরায়েলি বাহিনী কমপক্ষে ৫৭টি মসজিদ সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছে এবং ১৬৫টি মসজিদ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কমপক্ষে তিনটি চার্চ ধ্বংস করেছে বলে জানানো হয়।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে ১৪০০ ইসরায়েলি নিহত হয়, জিম্মি করা হয় ২৫০ জনকে। এরপরই পাল্টা প্রতিশোধ নিতে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এতে এখনও পর্যন্ত ১২ হাজার নিরীহ ফিলিস্তিনি মারা গেছে। যার মধ্যে শিশুই পাঁচ হাজারের বেশি।

নিউজটি শেয়ার করুন

ফিলিস্তিনে নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়াল

আপডেট সময় : ০৭:৪৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩

চলমান ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজার নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) সেখানকার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর-টিআরটি ওয়াল্ড

এতে বলা হয়েছে, নিহতদের মধ্যে পাঁচ হাজারের বেশি শিশু এবং তিন হাজার তিনশ জন নারী রয়েছেন। হামলায় আহত হয়েছেন ত্রিশ হাজার। এক হাজার শিশুসহ প্রায় তিন হাজার ৭৫০ জন নিখোঁজ রয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল এক হাজার ২৭০টি গণহত্যা করেছে গাজায়। ২০০ জন চিকিৎসক, ২২ জন সিভিল ডিফেন্স কর্মী ও ৫১ জন সাংবাদিক ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

ইসরাইয়েলি হামলায় প্রায় ২৫টি হাসপাতাল ও ২৫০ চিকিৎসা সেবাকেন্দ্র বন্ধ হয়ে গেছে। ধ্বংস হয়েছে কমপক্ষে ৫৫টি অ্যাম্বুলেন্স। ৯৫ হাজারেরও বেশি সরকারি স্থাপনা বিধ্বস্ত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এ সময় ইসরায়েলি বাহিনী কমপক্ষে ৫৭টি মসজিদ সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছে এবং ১৬৫টি মসজিদ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কমপক্ষে তিনটি চার্চ ধ্বংস করেছে বলে জানানো হয়।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে ১৪০০ ইসরায়েলি নিহত হয়, জিম্মি করা হয় ২৫০ জনকে। এরপরই পাল্টা প্রতিশোধ নিতে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এতে এখনও পর্যন্ত ১২ হাজার নিরীহ ফিলিস্তিনি মারা গেছে। যার মধ্যে শিশুই পাঁচ হাজারের বেশি।