ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বঙ্গবন্ধু হত্যায় জড়িত আসামি নূর চৌধুরীকে দেখা গেছে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • / ৪২৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আত্মগোপনে থাকা নূর চৌধুরীকে কানাডার টরোন্টোতে দেখা গেছে।

নূর চৌধুরীকে নিয়ে কানাডিয়ান রাষ্ট্রীয় টেলিভিশন সিবিসিতে প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন ‘দ্য অ্যাসাসিন নেক্সট ডোর’ এ দেখানো হয়েছে তাকে। ৪২ মিনিটের এই প্রতিবেদনটি প্রচারিত হয় শনিবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টায়।

প্রতিবেদনে নূর চৌধুরীর কানাডায় পালিয়ে যাওয়া, ২৭ বছর সেখানে থেকে যাওয়া এবং খুনের অভিযোগে হওয়া শাস্তি কার্যকরে তাকে বাংলাদেশের ফেরত চাওয়ার বিষয়গুলো উঠে এসেছে। এতে টরোন্টোর নিজ ফ্ল্যাটের ব্যালকনিতে নূর চৌধুরীকে এক ঝলক দেখানো হয়। গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার সময় নূর চৌধুরীকে ড্রাইভিং সিটে বসে থাকা অবস্থায় ধরতে পারেন প্রতিবেদক। কিন্তু কথা না বলে দ্রুত গাড়ি চালিয়ে কেটে পড়েন তিনি।

দীর্ঘদিন অনুসরণ করে তাকে খুঁজে বের করেছে সিবিসির ফিফথ স্টেটের অনুসন্ধানী দল। দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা নূর চৌধুরীকে বাংলাদেশ ফেরত চাইলেও কানাডা সরকার দিচ্ছে না। কানাডার আইন মৃত্যুদণ্ড সমর্থন করে না, সে কারণে দেশটিতে থাকার সুযোগ পাচ্ছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

বঙ্গবন্ধু হত্যায় জড়িত আসামি নূর চৌধুরীকে দেখা গেছে

আপডেট সময় : ১১:০১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আত্মগোপনে থাকা নূর চৌধুরীকে কানাডার টরোন্টোতে দেখা গেছে।

নূর চৌধুরীকে নিয়ে কানাডিয়ান রাষ্ট্রীয় টেলিভিশন সিবিসিতে প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন ‘দ্য অ্যাসাসিন নেক্সট ডোর’ এ দেখানো হয়েছে তাকে। ৪২ মিনিটের এই প্রতিবেদনটি প্রচারিত হয় শনিবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টায়।

প্রতিবেদনে নূর চৌধুরীর কানাডায় পালিয়ে যাওয়া, ২৭ বছর সেখানে থেকে যাওয়া এবং খুনের অভিযোগে হওয়া শাস্তি কার্যকরে তাকে বাংলাদেশের ফেরত চাওয়ার বিষয়গুলো উঠে এসেছে। এতে টরোন্টোর নিজ ফ্ল্যাটের ব্যালকনিতে নূর চৌধুরীকে এক ঝলক দেখানো হয়। গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার সময় নূর চৌধুরীকে ড্রাইভিং সিটে বসে থাকা অবস্থায় ধরতে পারেন প্রতিবেদক। কিন্তু কথা না বলে দ্রুত গাড়ি চালিয়ে কেটে পড়েন তিনি।

দীর্ঘদিন অনুসরণ করে তাকে খুঁজে বের করেছে সিবিসির ফিফথ স্টেটের অনুসন্ধানী দল। দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা নূর চৌধুরীকে বাংলাদেশ ফেরত চাইলেও কানাডা সরকার দিচ্ছে না। কানাডার আইন মৃত্যুদণ্ড সমর্থন করে না, সে কারণে দেশটিতে থাকার সুযোগ পাচ্ছেন তিনি।