১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজের বাংলাদেশ দল ঘোষণা

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, নতুন ২ মুখ বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও টপঅর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দিপু। ব্যক্তিগত কারণ দেখিয়ে বোর্ডের কাছে এক মাসের ছুটি নিয়েছেন লিটন দাস।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় দল ঘোষণা করে বিসিবি। দল ঘোষণার সময় প্রশ্ন করা হলে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, লিটন দেশের স্বার্থ না বুঝলে বিসিবির কিছু করার নেই। বিশ্বকাপ ব্যার্থতায় আগামী বোর্ড মিটিংয়ে টিম ম্যানেজমেন্টে পরিবর্তনের ইঙ্গিত দিলেন ক্রিকেট অপস চেয়ারম্যান।

দলে ফিরেছেন নুরুল হাসান সোহান, সাদমান ও নাঈম। চোটের কারণে এই সিরিজে নেই তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমবার জাতীয় দলের ডাক পাওয়া বাঁহাতি স্পিনার হাসান মুরাদ চট্টগ্রাম ডিভিশনের হয়ে প্রথম শ্রেণির অভিষেক ২০২১ সালে। ২৫ ম্যাচে ১২১ উইকেট নিয়েছেন তিনি।

এর সঙ্গে নতুন মুখ হিসেবে আছেন টপ অর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দিপু। সাদা বলের পরিচিত মুখ টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা পেসার হাসান মাহমুদও আছেন দুই টেস্টের সিরিজের দলে।

এ তিনজন ছাড়া বাকিরা মোটামুটি টেস্ট দলের আসা-যাওয়ার মধ্যে আছেন। দলে ওপেনার হিসেবে রাখা হয়েছে তিনজনকে। মাহমুদুল হাসান জয়ের সঙ্গে আছেন জাকির হাসান ও সাদমান ইসলাম।

বোলিং বিভাগে তিন পেসার খালেদ আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ। দুই বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও তাইজুল ইসলামের সঙ্গে আছেন দুই অফ স্পিনার নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ।

নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু, হাসান মুরাদ।

কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজের বাংলাদেশ দল ঘোষণা

আপডেট : ০৩:১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, নতুন ২ মুখ বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও টপঅর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দিপু। ব্যক্তিগত কারণ দেখিয়ে বোর্ডের কাছে এক মাসের ছুটি নিয়েছেন লিটন দাস।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় দল ঘোষণা করে বিসিবি। দল ঘোষণার সময় প্রশ্ন করা হলে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, লিটন দেশের স্বার্থ না বুঝলে বিসিবির কিছু করার নেই। বিশ্বকাপ ব্যার্থতায় আগামী বোর্ড মিটিংয়ে টিম ম্যানেজমেন্টে পরিবর্তনের ইঙ্গিত দিলেন ক্রিকেট অপস চেয়ারম্যান।

দলে ফিরেছেন নুরুল হাসান সোহান, সাদমান ও নাঈম। চোটের কারণে এই সিরিজে নেই তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমবার জাতীয় দলের ডাক পাওয়া বাঁহাতি স্পিনার হাসান মুরাদ চট্টগ্রাম ডিভিশনের হয়ে প্রথম শ্রেণির অভিষেক ২০২১ সালে। ২৫ ম্যাচে ১২১ উইকেট নিয়েছেন তিনি।

এর সঙ্গে নতুন মুখ হিসেবে আছেন টপ অর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দিপু। সাদা বলের পরিচিত মুখ টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা পেসার হাসান মাহমুদও আছেন দুই টেস্টের সিরিজের দলে।

এ তিনজন ছাড়া বাকিরা মোটামুটি টেস্ট দলের আসা-যাওয়ার মধ্যে আছেন। দলে ওপেনার হিসেবে রাখা হয়েছে তিনজনকে। মাহমুদুল হাসান জয়ের সঙ্গে আছেন জাকির হাসান ও সাদমান ইসলাম।

বোলিং বিভাগে তিন পেসার খালেদ আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ। দুই বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও তাইজুল ইসলামের সঙ্গে আছেন দুই অফ স্পিনার নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ।

নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু, হাসান মুরাদ।