তিন আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন সাকিব

- আপডেট সময় : ০৩:১৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
- / ৪৮৫ বার পড়া হয়েছে

গত সংসদ নির্বাচনেও প্রার্থী হওয়ার চেষ্টা করেছিলেন সাকিব আল হাসান। কিন্তু তখন হয়নি। এবার আবার সংসদ নির্বাচনে প্রার্থী হতে ঝাঁপাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। ঢাকার একটি ও মাগুরার দুটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন সাকিব।
আজ দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ, তার প্রথম দিনেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাকিব। মাগুরায় যে দুটি আসন থেকে নিয়েছেন, সেগুলো হলো মাগুরা-১ ও মাগুরা-২; ঢাকার আসনটি ঢাকা-১০। বিশ্বকাপ শেষে সাকিব যুক্তরাষ্ট্রে গেছেন, প্রতিনিধির মাধ্যমে তিন আসন থেকেই মনোনয়নপত্র কিনেছেন। যুক্তরাষ্ট্র থেকে ফিরে সাকিব মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে।
বাংলাদেশ দলের হয়ে এবার বিশ্বকাপটা ভালো কাটেনি সাকিবের। নিজেও ব্যাটে-বলে সেভাবে আলো ছড়াতে পারেননি, দলও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে।
এর আগে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা একাদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়েছেন, ওই আসনে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছেন।