যেসব দল জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে

- আপডেট সময় : ০৮:১৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
- / ৪৮৭ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির সঙ্গে সোনালী আঁশ মার্কা নিয়ে জোটবদ্ধ হয়ে ভোটে অংশগ্রহণ করবে বলে জানিয়েছে প্রগতিশীল ইসলামী জোট। শনিবার (১৮ নভেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে দলগুলো।
এর আগে একই দিন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে ভোটে অংশগ্রহণ করবে বলে জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সাম্যবাদী দল, জাতীয় পার্টি (জেপি) ও ওয়ার্কাস পার্টি নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করে।
আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে শুক্রবার (১৭ নভেম্বর) জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, আজকে দলের পক্ষ থেকে আমি চিঠি জমা দিয়ে এসেছি। অতীতের মতো এবারও আমরা জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেব।
প্রসঙ্গত, বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এদিন জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর। আপিল ৬-১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। আর নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি ২০২৪ সকাল ৮টা পর্যন্ত।