বিশ্বকাপ ক্রিকেটের পর্দা নামছে কাল
- আপডেট সময় : ০৭:৪৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
- / ৪৩২ বার পড়া হয়েছে
আগামীকাল ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন স্বাগতিক ভারত এবং পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। রোববার (১৯শে নভেম্বর) ভারতের আহামেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০মিনিটে খেলাটি শুরু হবে।
এদিন, অস্ট্রেলিয়া নামবে ২০১৫ সালে জেতা ট্রফি পুনরুদ্ধারের অভিযানে। আর ভারতের লক্ষ্য ২০১১ সালের পর আবারও ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক করা। এ দুই দল আগেও আইসিসি টুর্নামেন্টের ফাইনালের মঞ্চে মুখোমুখি হয়েছে।
ফাইনালের চাপটা দুই দলের জন্যই সমান বলছেন অজি অধিনায়ক মিচেল স্টার্ক। তার মতে, ‘দুর্দান্ত ক্রিকেট’ দেখা যাবে ফাইনালে।
ভারত অধিনায়ক রোহিত শর্মার বলেন, প্রত্যেকে দলকে জেতানোর আপ্রাণ চেষ্টা করেছে। ভাল লাগছে দেখে যে আমাদের পরিকল্পনা ফাইনালে কাজে লেগেছে।”
আহমেদাবাদে শিরোপা লড়াই ঘিরে বর্ণিল পরিকল্পনা আয়োজকদের। থাকছে এয়ার শো। দর্শক মাতাবেন ডুয়া লিপা, আদিত্য গাধাবি, প্রিতম চক্রবর্তীরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেখবেন ম্যাচ। আমন্ত্রণ জানানো হয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকেও। আগের বিশ্বকাপজয়ী সব অধিনায়ককেও আমন্ত্রণ জানিয়েছে বিসিসিআই। থাকবেন ভারতীয় গ্রেটরাও।
রূপালি পর্দার তারকারাও উপভোগ করবেন ভারত-অস্ট্রেলিয়ার মহারণ। যেখানে দক্ষিণী সুপারস্টারের সংখ্যাই বেশি। রজনীকান্ত, কমল হাসান, ভেঙ্কটেশ, নাগার্জুনা, রাম চরণরাও থাকবেন গ্যালারীতে। তালিকায় আছে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের নামও।