ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • / ৩৪১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েল বাহিনী হামলা চালানোর পরই এমন হুমকি দিলেন তিনি। একই সঙ্গে তিনি এ সমস্যা সমাধানে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা জানান। খবর সিএনএন

শনিবার (১৮ নভেম্বর) অন্যতম শীর্ষ মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে লেখা এক অপ-এড কলাম বিভাগে বাইডেন লিখেছেন, ‘আমি ইসরায়েলের নেতাদের জোরালোভাবে বলছি, পশ্চিম তীরে ব্যাপক সহিংসতা চলছে এবং অবশ্যই তা বন্ধ করতে হবে। যদি তা না হয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার নিজস্ব বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু করতে বাধ্য হবে। সেসব পদক্ষেপের মধ্যে ভিসা নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল হামলা বন্ধ না করলে ভিসা ওয়েইভার প্রোগ্রাম থেকে তাদের বাদ দেওয়া এবং দেশটির রাজনীতিবিদ ও সামরিক-সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ জারি করার মতো ‘যথেষ্ট সুযোগ’ মার্কিন সরকারের হাতে রয়েছে।

প্রসঙ্গত, ভিসা ওয়েইভার প্রোগ্রাম নামের একটি মার্কিন কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছে ইসরায়েল। গত অক্টোবর এই কর্মসূচিতে যোগ দিয়েছে ইসরায়েল। এর ফলে দেশটির নাগরিকরা ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চলায় হামাসের যোদ্ধারা। উপত্যকার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত বেড়া ভেঙে ইসরায়েলে প্রবেশ করে নির্বিচারে সামরিক-বেসামরিক লোকজনকে হত্যা করে তারা। সেই সঙ্গে জিম্মি করে গাজায় ধরে নিয়ে যায় ২৪২ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিককে।

এরপরই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। দেড় মাসের অধিক সময় ধরে চালানো হামলায় গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ইসরায়েলের হামলা থেকে বাদ যাচ্ছে না কোনো স্থাপনাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিলেন বাইডেন

আপডেট সময় : ০৭:১৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েল বাহিনী হামলা চালানোর পরই এমন হুমকি দিলেন তিনি। একই সঙ্গে তিনি এ সমস্যা সমাধানে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা জানান। খবর সিএনএন

শনিবার (১৮ নভেম্বর) অন্যতম শীর্ষ মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে লেখা এক অপ-এড কলাম বিভাগে বাইডেন লিখেছেন, ‘আমি ইসরায়েলের নেতাদের জোরালোভাবে বলছি, পশ্চিম তীরে ব্যাপক সহিংসতা চলছে এবং অবশ্যই তা বন্ধ করতে হবে। যদি তা না হয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার নিজস্ব বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু করতে বাধ্য হবে। সেসব পদক্ষেপের মধ্যে ভিসা নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল হামলা বন্ধ না করলে ভিসা ওয়েইভার প্রোগ্রাম থেকে তাদের বাদ দেওয়া এবং দেশটির রাজনীতিবিদ ও সামরিক-সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ জারি করার মতো ‘যথেষ্ট সুযোগ’ মার্কিন সরকারের হাতে রয়েছে।

প্রসঙ্গত, ভিসা ওয়েইভার প্রোগ্রাম নামের একটি মার্কিন কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছে ইসরায়েল। গত অক্টোবর এই কর্মসূচিতে যোগ দিয়েছে ইসরায়েল। এর ফলে দেশটির নাগরিকরা ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চলায় হামাসের যোদ্ধারা। উপত্যকার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত বেড়া ভেঙে ইসরায়েলে প্রবেশ করে নির্বিচারে সামরিক-বেসামরিক লোকজনকে হত্যা করে তারা। সেই সঙ্গে জিম্মি করে গাজায় ধরে নিয়ে যায় ২৪২ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিককে।

এরপরই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। দেড় মাসের অধিক সময় ধরে চালানো হামলায় গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ইসরায়েলের হামলা থেকে বাদ যাচ্ছে না কোনো স্থাপনাই।