Dhaka ০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

এমবাপ্পের হ্যাটট্রিকে ফ্রান্সের বড় জয়

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০৬:৫৬:৫৮ পূর্বাহ্ন, রোববার, ১৯ নভেম্বর ২০২৩
  • ৬০ দেখেছেন

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ‘বি’ গ্রুপের ম্যাচে জিব্রাল্টারকে রেকর্ড ১৪-০ গোলে হারিয়েছে ফ্রান্স। এরমধ্য দিয়ে ২০০৬ সালে সান মেরিনোর বিপক্ষে জার্মানির ১৩-০ গোলের জয়ের রেকর্ড ভাঙলো ফ্রান্স। গোলবন্যার ম্যাচে ফ্রান্সের হয়ে গোলের খাতায় নাম লেখান ৯ জন ফুটবলার। এর মধ্যে হ্যাটট্রিকের দেখা পান কিলিয়ান এমবাপ্পে।

শনিবার (১৮ নভেম্বর) ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ রিভেইরায় শুরু থেকেই এদিন জিব্রাল্টারকে আক্রমণে কোণঠাসা করে রাখে ফ্রান্স। তৃতীয় মিনিটেই ইথান সান্তোসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা। পরের মিনিটে জালের দেখা পান ফ্রান্সের মার্কাস থুরাম। ১৬ মিনিটে জালের দেখা পাওয়া ১৭ বছর ২৫৫ দিন বয়সী এই ফুটবলার এখন ফ্রান্সের জার্সিতে গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়।

দুই মিনিট পর ইথান লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় জিব্রাল্টার। সে সুযোগ কাজে লাগিয়ে তাদেরকে গোলের স্রোতে ভাসিয়ে দেয় ফ্রান্স। জোড়া গোল করেছেন অলিভিয়ের জিরুড ও কিংসলে কোম্যান। একটি করে গোল করেছেন মার্কাস থুরাম, ওয়ারেন জাইরে-এমেরি, জোনাথান ক্লস, ইউসুফ ফোফানা, আদ্রিয়ান র‌্যাবিওট ও ওসমান দেম্বেলে। বাকি গোলটি ইথান স্যান্তোসের আত্মঘাতী।

ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি গোলে অতোয়ান গ্রিজমানকে ছাড়িয়ে তিনি এখন তিনে। এমবাপ্পে গোল ৪৬টি, গ্রিজমানের ৪৪।

এমবাপ্পের হ্যাটট্রিকে ফ্রান্সের বড় জয়

আপডেট : ০৬:৫৬:৫৮ পূর্বাহ্ন, রোববার, ১৯ নভেম্বর ২০২৩

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ‘বি’ গ্রুপের ম্যাচে জিব্রাল্টারকে রেকর্ড ১৪-০ গোলে হারিয়েছে ফ্রান্স। এরমধ্য দিয়ে ২০০৬ সালে সান মেরিনোর বিপক্ষে জার্মানির ১৩-০ গোলের জয়ের রেকর্ড ভাঙলো ফ্রান্স। গোলবন্যার ম্যাচে ফ্রান্সের হয়ে গোলের খাতায় নাম লেখান ৯ জন ফুটবলার। এর মধ্যে হ্যাটট্রিকের দেখা পান কিলিয়ান এমবাপ্পে।

শনিবার (১৮ নভেম্বর) ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ রিভেইরায় শুরু থেকেই এদিন জিব্রাল্টারকে আক্রমণে কোণঠাসা করে রাখে ফ্রান্স। তৃতীয় মিনিটেই ইথান সান্তোসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা। পরের মিনিটে জালের দেখা পান ফ্রান্সের মার্কাস থুরাম। ১৬ মিনিটে জালের দেখা পাওয়া ১৭ বছর ২৫৫ দিন বয়সী এই ফুটবলার এখন ফ্রান্সের জার্সিতে গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়।

দুই মিনিট পর ইথান লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় জিব্রাল্টার। সে সুযোগ কাজে লাগিয়ে তাদেরকে গোলের স্রোতে ভাসিয়ে দেয় ফ্রান্স। জোড়া গোল করেছেন অলিভিয়ের জিরুড ও কিংসলে কোম্যান। একটি করে গোল করেছেন মার্কাস থুরাম, ওয়ারেন জাইরে-এমেরি, জোনাথান ক্লস, ইউসুফ ফোফানা, আদ্রিয়ান র‌্যাবিওট ও ওসমান দেম্বেলে। বাকি গোলটি ইথান স্যান্তোসের আত্মঘাতী।

ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি গোলে অতোয়ান গ্রিজমানকে ছাড়িয়ে তিনি এখন তিনে। এমবাপ্পে গোল ৪৬টি, গ্রিজমানের ৪৪।