ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত জানাবে কমনওয়েলথ’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৩৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • / ৩৪১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম বলেছেন, কমনওয়েলথ প্রাক নির্বাচনী প্রতিনিধি দল নির্বাচন সংক্রান্ত সব বিধি-বিধান বিষয়ে জানতে চেয়েছিলেন এবং প্রধান নির্বাচন কমিশন (সিইসি) তাদেরকে সেসব বিষয়ে অবগত করেছেন। এতে তারা নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন। পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত জানাবে কমনওয়েলথ।

রোববার (১৯শে নভেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে কমনওয়েলথ প্রাক নির্বাচনী প্রতিনিধি দলের সাথে ইসির বৈঠক শেষে ইসি সচিব এই কথা বলেন।

ইসি সচিব আরও বলেন, ইসিসহ অন্যান্য যে সংস্থা রয়েছে তাদের সাথে প্রতিনিধি দল বৈঠক করে কমনওয়েলথ প্রধানের কাছে রিপোর্ট পাঠাবেন। এরপর তারা সিদ্ধান্ত নেবেন নির্বাচন পর্যবেক্ষণে আসবে কিনা।

প্রাক প্রতিনিধি দল কি জানতে চেয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, তারা বাংলাদেশের নির্বাচনের পদ্ধতি, ব্যবস্থা ও ভোটাররা কিভাবে কেন্দ্রে ভোট দিতে যাবেন এসব বিষয় জানতে চেয়েছেন। কমিশন থেকে তাদের সব জানানো হয়েছে।

দেশে আসা কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলটি ১৮ নভেম্বর থেকে ২৩শে নভেম্বর পর্যন্ত ঢাকায় থাকবে বলে জানা গেছে। সফরকালে পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনসহ বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধিদলের সদস্যরা।

নির্বাচনের আগে বিভিন্ন বিদেশি পর্যবেক্ষকের সঙ্গে সাধারণত বৈঠক করে থাকে নির্বাচন কমিশন। এর আগে ইউরোপিয়ান ইউনিয়নের প্রাক নির্বাচনী প্রতিনিধি দল, যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসেছিল। তারও আগে দক্ষিণ এশিয়ার নির্বাচন পর্যবেক্ষক দলগুলো নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের একটি সংস্থা ভোট পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় নির্বাচন হবে আগামী ৭ই জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০শে নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত জানাবে কমনওয়েলথ’

আপডেট সময় : ০৭:৩৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম বলেছেন, কমনওয়েলথ প্রাক নির্বাচনী প্রতিনিধি দল নির্বাচন সংক্রান্ত সব বিধি-বিধান বিষয়ে জানতে চেয়েছিলেন এবং প্রধান নির্বাচন কমিশন (সিইসি) তাদেরকে সেসব বিষয়ে অবগত করেছেন। এতে তারা নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন। পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত জানাবে কমনওয়েলথ।

রোববার (১৯শে নভেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে কমনওয়েলথ প্রাক নির্বাচনী প্রতিনিধি দলের সাথে ইসির বৈঠক শেষে ইসি সচিব এই কথা বলেন।

ইসি সচিব আরও বলেন, ইসিসহ অন্যান্য যে সংস্থা রয়েছে তাদের সাথে প্রতিনিধি দল বৈঠক করে কমনওয়েলথ প্রধানের কাছে রিপোর্ট পাঠাবেন। এরপর তারা সিদ্ধান্ত নেবেন নির্বাচন পর্যবেক্ষণে আসবে কিনা।

প্রাক প্রতিনিধি দল কি জানতে চেয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, তারা বাংলাদেশের নির্বাচনের পদ্ধতি, ব্যবস্থা ও ভোটাররা কিভাবে কেন্দ্রে ভোট দিতে যাবেন এসব বিষয় জানতে চেয়েছেন। কমিশন থেকে তাদের সব জানানো হয়েছে।

দেশে আসা কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলটি ১৮ নভেম্বর থেকে ২৩শে নভেম্বর পর্যন্ত ঢাকায় থাকবে বলে জানা গেছে। সফরকালে পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনসহ বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধিদলের সদস্যরা।

নির্বাচনের আগে বিভিন্ন বিদেশি পর্যবেক্ষকের সঙ্গে সাধারণত বৈঠক করে থাকে নির্বাচন কমিশন। এর আগে ইউরোপিয়ান ইউনিয়নের প্রাক নির্বাচনী প্রতিনিধি দল, যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসেছিল। তারও আগে দক্ষিণ এশিয়ার নির্বাচন পর্যবেক্ষক দলগুলো নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের একটি সংস্থা ভোট পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় নির্বাচন হবে আগামী ৭ই জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০শে নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।