আ.লীগের মনোনয়নপত্র কিনেছেন সাংবাদিক নঈম নিজাম

- আপডেট সময় : ১০:৪৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
- / ৪৮৬ বার পড়া হয়েছে

কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন সাংবাদিক নঈম নিজাম। বর্তমানে সেখানে সংসদ সদস্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কার্যালয় থেকে আজ রোববার (১৯ নভেম্বর) দুপুরে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাংবাদিক নঈম নিজাম।
আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনার পর সাংবাদিক নঈম নিজাম উপস্থিত সাংবাদিকদের বলেন, এতদিন সাংবাদিকতার মধ্য দিয়ে মানুষের সেবা করেছি। এবার সরাসরি জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আমার এলাকার সুবিধাবঞ্চিত মানুষের সেবা করতে চাই।
নঈম নিজাম আরও বলেন, আমাদের আসনের বর্তমান এমপিকে গত ১০ বছরে দশবারও মানুষ এলাকায় দেখতে পায়নি। তাই মানুষের চাপে আমি বাধ্য হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছি।
উল্লেখ্য, কুমিল্লা-১০ সংসদীয় আসন কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলা নিয়ে গঠিত।