ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

যুদ্ধবিরতি নিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অস্বীকার নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • / ৪১৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অস্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর দাবি, যুদ্ধবিরতি নিয়ে হামাসের সঙ্গে কোনো চুক্তি হয়নি। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল শনিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, গাজায় পাঁচ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ৫০ জন জিম্মিদের মুক্তি দেওয়ার শর্তে যুদ্ধবিরতি নিয়ে একটি অস্থায়ী চুক্তি হয়েছে।

এ নিয়ে প্রশ্ন করলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, কোনো ধরনের চুক্তি হয়নি। আমরা সব জিম্মিকে মুক্ত করতে চাই।

এদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির বিষয়টি অস্বীকার করেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেন, আমরা কোনো চুক্তিতে পৌঁছাইনি। তবে চুক্তির জন্য আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

যুদ্ধবিরতি নিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অস্বীকার নেতানিয়াহুর

আপডেট সময় : ০৭:০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অস্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর দাবি, যুদ্ধবিরতি নিয়ে হামাসের সঙ্গে কোনো চুক্তি হয়নি। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল শনিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, গাজায় পাঁচ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ৫০ জন জিম্মিদের মুক্তি দেওয়ার শর্তে যুদ্ধবিরতি নিয়ে একটি অস্থায়ী চুক্তি হয়েছে।

এ নিয়ে প্রশ্ন করলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, কোনো ধরনের চুক্তি হয়নি। আমরা সব জিম্মিকে মুক্ত করতে চাই।

এদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির বিষয়টি অস্বীকার করেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেন, আমরা কোনো চুক্তিতে পৌঁছাইনি। তবে চুক্তির জন্য আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি।