আমরা কাউকে বাদ দিয়ে নির্বাচন করতে চাই না : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ১০:১৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
- / ৪১১ বার পড়া হয়েছে
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আমরা কাউকে বাদ দিয়ে নির্বাচন করতে চাই না। আমরা সবাইকে নিয়েই নির্বাচন করতে চাই। আমরা আশা করছি, বিএনপি নির্বাচনে আসবে।’
সচিবালয়ের নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ সোমবার (২০ নভেম্বর) তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচনে না আসার রাজনৈতিক অধিকারও তাদের রয়েছে। বিএনপিকে নির্বাচনে আনা সরকারের দায়িত্বও নয়। তবে, নির্বাচন প্রতিহত করার অপচেষ্টা বরদাশত করা হবে না।’
বিএনপিসহ বিরোধী দলগুলোর হরতাল ও অবরোধ কর্মসূচির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘এ হরতাল ও অবরোধে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। জনগণের দুর্ভোগের জন্যই বিএনপি এসব কর্মসূচি দিয়েছে। এগুলো করে নির্বাচন প্রতিহত করা যাবে না। আমরা আগামীতে এ সন্ত্রাসীদলকে নির্মূল করবোই।’