ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন হ্যাভিয়ার মিলেই

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
  • / ৪২৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন উদারপন্থি নেতা হ্যাভিয়ার মিলেই। গতকাল রোববারের নির্বাচনে জয়ী হন তিনি। দেশটিতে চলমান ১১৬ শতাংশ মুদ্রাম্ফীতি, ক্রমবর্ধমান মন্দা এবং দারিদ্র্য দ্বারা বিপর্যস্ত একটি অর্থনীতিকে ঠিক করার জন্য ক্ষমতাসীন ও বিরোধী জোট উভয়কেই প্রত্যাখ্যান করে হ্যাভিয়ার মিলেইকে জয়ী করলেন দেশটির ভোটাররা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে চলতে থাকা অর্থনৈতিক সংকট, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও দারিদ্র্যের কারণে ভোটাররা প্রথাগত দল ও প্রার্থীদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

এ ভোটের মাধ্যমে দেশটির ভোটাররা ক্ষমতাসীন ও বিরোধী জোট উভয়কেই প্রত্যাখ্যান করেছে। দেশে বিদ্যমান ১১৬ শতাংশ মুদ্রাম্ফীতি ও জীবনযাত্রার ঊর্ধমূখী ব্যয় দেশটির প্রতি ১০ জনের মধ্যে চারজনকে অভাবের মধ্যে ঠেলে দিয়েছে। ফলে দেশটির তরুণদের মধ্যে মিলেইর জনপ্রিয়তা বেড়েছে।

সরকারি হিসাব অনুযায়ী মাইলেই শতকরা ৫৬ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন শতকরা ৪৪ শতাংশ ভোট। দেশটির অর্থমন্ত্রী সার্জিও মাসা একটি বক্তৃতায় এটি স্বীকার করেছেন।

মাইলিকে অভিনন্দন জানিয়েন মাসা বক্তৃতায় বলেন, ‘স্বাধীনতাবাদীকে এখন শাসন করার জন্য মাইলিকে প্রস্তুতি দেখাতে হবে। আগামীকাল থেকে দেশের নিশ্চিয়তা প্রদানের দায়িত্ব মাইলির।’

এদিকে বুয়েনস মাইলির জয়ে আইরেসের কেন্দ্রস্থলে শত শত সমর্থক হর্ন বাজাতে থাকেন। কেউ কেউ স্পিকারে রক গান বাজাতে থাকেন এবং অনেকে আতশবাজিরও আয়োজন করেন।

বিজয় উল্লাসে অংশ নেওয়া সালটা প্রদেশের ২১ বছর বয়সী ছাত্র এফ্রেইন ভিভারোস বলেন, ‘আমরা এই ঐতিহাসিক বিজয় উদযাপন করতে এসেছি। আমি সত্যই উচ্ছ্বসিত। দেশের অর্থনীতি ভালোর জন্য মাইলি পরিবর্তনের প্রতিনিধিত্ব করে। মাসার সঙ্গে আমাদের কোনো ভবিষ্যত থাকত না, আমাদের ভবিষ্যত ফিরে এসেছে।’

রোববার ভোট দেওয়ার সময় ৩১ বছর বয়সী রেস্তোরাঁর কর্মী ক্রিশ্চিয়ান বলেন, ‘মাইলি নতুন মুখ, সে কিছুটা অজানা এবং এটি কিছুটা ভীতিকর, তবে এটি একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।’

উল্লেখ্য, হ্যাভিয়ার মিলেই একজন আর্জেন্টিনার অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ। তিনি আর্জেন্টিনার বিভিন্ন টেলিভিশন প্রোগ্রামের মাধ্যমে জনসাধারণের কাছে পরিচিতি অর্জন করেন। ২০২১ সালে তিনি রাজনৈতি ক্যারিয়ার শুরু করেন।

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন হ্যাভিয়ার মিলেই

আপডেট সময় : ০৭:১৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩

আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন উদারপন্থি নেতা হ্যাভিয়ার মিলেই। গতকাল রোববারের নির্বাচনে জয়ী হন তিনি। দেশটিতে চলমান ১১৬ শতাংশ মুদ্রাম্ফীতি, ক্রমবর্ধমান মন্দা এবং দারিদ্র্য দ্বারা বিপর্যস্ত একটি অর্থনীতিকে ঠিক করার জন্য ক্ষমতাসীন ও বিরোধী জোট উভয়কেই প্রত্যাখ্যান করে হ্যাভিয়ার মিলেইকে জয়ী করলেন দেশটির ভোটাররা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে চলতে থাকা অর্থনৈতিক সংকট, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও দারিদ্র্যের কারণে ভোটাররা প্রথাগত দল ও প্রার্থীদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

এ ভোটের মাধ্যমে দেশটির ভোটাররা ক্ষমতাসীন ও বিরোধী জোট উভয়কেই প্রত্যাখ্যান করেছে। দেশে বিদ্যমান ১১৬ শতাংশ মুদ্রাম্ফীতি ও জীবনযাত্রার ঊর্ধমূখী ব্যয় দেশটির প্রতি ১০ জনের মধ্যে চারজনকে অভাবের মধ্যে ঠেলে দিয়েছে। ফলে দেশটির তরুণদের মধ্যে মিলেইর জনপ্রিয়তা বেড়েছে।

সরকারি হিসাব অনুযায়ী মাইলেই শতকরা ৫৬ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন শতকরা ৪৪ শতাংশ ভোট। দেশটির অর্থমন্ত্রী সার্জিও মাসা একটি বক্তৃতায় এটি স্বীকার করেছেন।

মাইলিকে অভিনন্দন জানিয়েন মাসা বক্তৃতায় বলেন, ‘স্বাধীনতাবাদীকে এখন শাসন করার জন্য মাইলিকে প্রস্তুতি দেখাতে হবে। আগামীকাল থেকে দেশের নিশ্চিয়তা প্রদানের দায়িত্ব মাইলির।’

এদিকে বুয়েনস মাইলির জয়ে আইরেসের কেন্দ্রস্থলে শত শত সমর্থক হর্ন বাজাতে থাকেন। কেউ কেউ স্পিকারে রক গান বাজাতে থাকেন এবং অনেকে আতশবাজিরও আয়োজন করেন।

বিজয় উল্লাসে অংশ নেওয়া সালটা প্রদেশের ২১ বছর বয়সী ছাত্র এফ্রেইন ভিভারোস বলেন, ‘আমরা এই ঐতিহাসিক বিজয় উদযাপন করতে এসেছি। আমি সত্যই উচ্ছ্বসিত। দেশের অর্থনীতি ভালোর জন্য মাইলি পরিবর্তনের প্রতিনিধিত্ব করে। মাসার সঙ্গে আমাদের কোনো ভবিষ্যত থাকত না, আমাদের ভবিষ্যত ফিরে এসেছে।’

রোববার ভোট দেওয়ার সময় ৩১ বছর বয়সী রেস্তোরাঁর কর্মী ক্রিশ্চিয়ান বলেন, ‘মাইলি নতুন মুখ, সে কিছুটা অজানা এবং এটি কিছুটা ভীতিকর, তবে এটি একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।’

উল্লেখ্য, হ্যাভিয়ার মিলেই একজন আর্জেন্টিনার অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ। তিনি আর্জেন্টিনার বিভিন্ন টেলিভিশন প্রোগ্রামের মাধ্যমে জনসাধারণের কাছে পরিচিতি অর্জন করেন। ২০২১ সালে তিনি রাজনৈতি ক্যারিয়ার শুরু করেন।