ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান আরব নেতাদের

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
  • / ৪২৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন আরব বিশ্বের নেতারা। একই সঙ্গে যুদ্ধ–বিধ্বস্ত গাজায় ত্রাণ পাঠাতে যেন কোনো ধরনের বাধা সৃষ্টি করা না হয়, সে বিষয়েও আহ্বান জানিয়েছেন তাঁরা। আজ সোমবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকের সময় আরব বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীরা এ আহ্বান জানান।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওআইসি ও আরব লীগের সম্মেলনের পর আজ সোমবার সৌদি আরব, জর্ডান, মিশর, ইন্দোনেশিয়া, ফিলিস্তিন এবং অর্গানাইজেশন অফ ইসলামিক সহযোগী সংস্থার কর্মকর্তারা চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

এর আগে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ সম্মেলনেও গাজায় যুদ্ধিবিরতির আহ্বান জানিয়েছিলেন মুসলিম নেতারা। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করেন তাঁরা।

গত ৭ অক্টোবর ইসরায়েল ও গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধে শুরু হয়। এ যুদ্ধে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৩ হাজারেও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল সরকার। এরই মধ্যে ৪৫ দিন পেরিয়ে গেলেও যুদ্ধবিরতির কোনো লক্ষণ নেই। যদিও জাতিসংঘসহ আরব দেশের নেতারা বারবার যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছেন।

এদিকে আরব লীগের সম্মেলনে গাজায় সহায়তা পাঠানোর বিষয়ে আলোচনা ছাড়া তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেই অরব নেতাদের। এর বাইরে পদক্ষেপ বলতে আরব নেতারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ ছিন্ন করেছেন এবং যুদ্ধবিরতির জন্য ইউরোপের ওপর চাপ দেওয়ার প্রস্তাবে অনেকেই ভোট দিয়েছেন। এখন বেইজিংয়ে গাজা নিয়ে কী সমাধান আসে তাই দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান আরব নেতাদের

আপডেট সময় : ১০:২৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন আরব বিশ্বের নেতারা। একই সঙ্গে যুদ্ধ–বিধ্বস্ত গাজায় ত্রাণ পাঠাতে যেন কোনো ধরনের বাধা সৃষ্টি করা না হয়, সে বিষয়েও আহ্বান জানিয়েছেন তাঁরা। আজ সোমবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকের সময় আরব বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীরা এ আহ্বান জানান।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওআইসি ও আরব লীগের সম্মেলনের পর আজ সোমবার সৌদি আরব, জর্ডান, মিশর, ইন্দোনেশিয়া, ফিলিস্তিন এবং অর্গানাইজেশন অফ ইসলামিক সহযোগী সংস্থার কর্মকর্তারা চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

এর আগে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ সম্মেলনেও গাজায় যুদ্ধিবিরতির আহ্বান জানিয়েছিলেন মুসলিম নেতারা। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করেন তাঁরা।

গত ৭ অক্টোবর ইসরায়েল ও গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধে শুরু হয়। এ যুদ্ধে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৩ হাজারেও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল সরকার। এরই মধ্যে ৪৫ দিন পেরিয়ে গেলেও যুদ্ধবিরতির কোনো লক্ষণ নেই। যদিও জাতিসংঘসহ আরব দেশের নেতারা বারবার যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছেন।

এদিকে আরব লীগের সম্মেলনে গাজায় সহায়তা পাঠানোর বিষয়ে আলোচনা ছাড়া তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেই অরব নেতাদের। এর বাইরে পদক্ষেপ বলতে আরব নেতারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ ছিন্ন করেছেন এবং যুদ্ধবিরতির জন্য ইউরোপের ওপর চাপ দেওয়ার প্রস্তাবে অনেকেই ভোট দিয়েছেন। এখন বেইজিংয়ে গাজা নিয়ে কী সমাধান আসে তাই দেখার বিষয়।