আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি। দলটির বনানীস্থ কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে। আজ সোমবার (১৯শে নভেম্বর) দুপুর ১২টায় শুরু হয় এই কার্যক্রম। চলবে আগামী বৃহস্পতিবার (২৩শে নভেম্বর) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়া যাবে।
গত রোববার জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তৃতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিতরণ করেছে তৃণমূল বিএনপি।
সকালে রাজধানীর তোপখানা রোড়ের দলীয় কার্যালয়ে এই মনোনয়ন পত্র বিতরণ করা হয়। এর আগে দ্বিতীয় দিন চেয়ারপারসন শমশের মুবিন চৌধুরী সিলেট-৬, বিয়ানীবাজার আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন। এসময় তিনি বলেন, সব আসনেই প্রার্থী দেবে তৃণমূল বিএনপি। সহিংসতা নয়, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব বলে জানান তিনি।