রাজধানীর মিরপুরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর আড়াইটার দিকে মিরপুর–১০ এলাকায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর আড়াইটার দিকে আগুন দেওয়ার খবর পায় তারা। এরপর মিরপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে চট্টগ্রামের সাতকানিয়ায় তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। সাতকানিয়ার কেঁওচিয়ায় মডেল মসজিদের সামনে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কার্নায়েন জানান, ভোর সাড়ে ৪টার দিকে তিনটি গাড়িতে আগুন দেওয়ার খবর আসে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণভাবে নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
পুড়ে যাওয়া তিন বাসের মধ্যে দুটি শ্যামলী ও একটি হানিফ পরিবহনের বাস রয়েছে। এসব বাস চট্টগ্রাম-কক্সবাজার সড়কে গণপরিবহন হিসেবে চলাচল করত বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা হুমায়ুন।
গত বৃহস্পতিবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে গতকাল রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডাকে বিএনপি। আগামীকাল মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলবে এই হরতাল।