বেনজেমাদের দায়িত্বে আর্জেন্টিনার কোচ
- আপডেট সময় : ০৭:২১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
- / ৪১৪ বার পড়া হয়েছে
সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আর্জেন্টিনার মার্সেলো গ্যালার্দো। কোচ হিসেবে রিভার প্লেটকে দুটি কোপা লিবার্তাদোরেসের শিরোপা এনে দেওয়া গ্যালার্দোর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যের ক্লাবটি। ইতোমধ্যেই দায়িত্ব গ্রহণের লক্ষ্যে সৌদি পৌঁছেছেন এই আর্জেন্টাইন কোচ।
গত মৌসুমে সৌদি ক্লাবকে শিরোপা এনে দেয়া নুনো এস্পিরিতো সান্তোর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন গ্যালার্দো। টটেনহ্যাম এবং উলভসের সাবেক কোচ পর্তুগালের এস্পিরিতোকে চলতি মাসের শুরুতে বরখাস্ত করা হয়। গত জুনে যোগ দেয়া ফরাসি তারকা স্ট্রাইকার করিম বেনজেমার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায় বরখাস্ত করা হয়েছে এই কোচকে।
জন্মস্থান বুয়েন্স আইরেসে রিভার প্লেটে একজন মিডফিল্ডার হিসাবে খেলোয়াড়ি ক্যারিয়ার শুরু করেছিলেন গ্যালার্দো। যেখানে তিনি কোপা লিবার্তোডোরেস জিতেছেন। এছাড়া মোনাকোর হয়ে চার বছরের স্পেলে জয় করেছেন লীগ ওয়ানের শিরোপা। মন্টেভিডিওর ন্যাসিওনালের কোচ হিসেবে ২০১২ সালে তিনি জয় করেন উরুগুয়ের শিরোপা। ২০১৪ সালের মে মাসে কোচ হিসাবে রিভারে ফিরে আসেন এবং গত নভেম্বরে চুক্তির মেয়াদ শেষ হবার আগমুহুর্ত পর্যন্ত তিনি সেখানে একের পর এক ট্রফি জিতেছেন।