ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কঙ্গোতে সেনা নিয়োগের সময় পদদলিত হয়ে নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
  • / ৩৪২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রিপাবলিক অব কঙ্গোর রাজধানী ব্রাজাভিল সেনাবাহিনীর নিয়োগ কার্যক্রমে পদদলিত হয়ে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কঙ্গোর প্রধানমন্ত্রী আনাতোলে কোলিনেত মাকোসো বলেন, এই দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছেন। কত লোক আহত হয়েছেন, সেই সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গত সপ্তাহে মধ্য আফ্রিকার দেশটির সেনাবাহিনী ১৮ থেকে ২৫ বছর বয়সী দেড় হাজার লোকবল নেওয়ার ঘোষণা দিয়েছিল।

এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি ক্রাইসিস ইউনিট গঠন করা হয়েছে। ঘটনার অন্যান্য বিবরণ এখনও অস্পষ্ট।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য স্টেডিয়ামের বাইরে হাজার হাজার তরুণ জড়ো হয়েছিলেন। তাদের মধ্যে অনেকে জোর করে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন। আর তখনই পদদলনের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার রাতেই বহু লোক ওই স্টেডিয়ামে এসে অবস্থান নেন। তখন পদদলিত হওয়ার ঘটনা শুরু হয়।

৫৮ লাখ বাসিন্দার দেশ কঙ্গোর বেকারত্ব প্রবল। বিশ্ব ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, শ্রমশক্তির ৭৫ ভাগ অনানুষ্ঠানিক খাত, স্ব-নিযুক্ত বা নিম্ন-উৎপাদনশীল চাকরি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কঙ্গোতে সেনা নিয়োগের সময় পদদলিত হয়ে নিহত ৩৭

আপডেট সময় : ০৫:১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

রিপাবলিক অব কঙ্গোর রাজধানী ব্রাজাভিল সেনাবাহিনীর নিয়োগ কার্যক্রমে পদদলিত হয়ে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কঙ্গোর প্রধানমন্ত্রী আনাতোলে কোলিনেত মাকোসো বলেন, এই দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছেন। কত লোক আহত হয়েছেন, সেই সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গত সপ্তাহে মধ্য আফ্রিকার দেশটির সেনাবাহিনী ১৮ থেকে ২৫ বছর বয়সী দেড় হাজার লোকবল নেওয়ার ঘোষণা দিয়েছিল।

এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি ক্রাইসিস ইউনিট গঠন করা হয়েছে। ঘটনার অন্যান্য বিবরণ এখনও অস্পষ্ট।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য স্টেডিয়ামের বাইরে হাজার হাজার তরুণ জড়ো হয়েছিলেন। তাদের মধ্যে অনেকে জোর করে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন। আর তখনই পদদলনের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার রাতেই বহু লোক ওই স্টেডিয়ামে এসে অবস্থান নেন। তখন পদদলিত হওয়ার ঘটনা শুরু হয়।

৫৮ লাখ বাসিন্দার দেশ কঙ্গোর বেকারত্ব প্রবল। বিশ্ব ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, শ্রমশক্তির ৭৫ ভাগ অনানুষ্ঠানিক খাত, স্ব-নিযুক্ত বা নিম্ন-উৎপাদনশীল চাকরি করেন।