কাল আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই
ক্রীড়া ডেস্ক
- আপডেট সময় : ০৫:১৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
- / ৪১৪ বার পড়া হয়েছে
বিশ্বকাপ ফুটবলের লাতিন অঞ্চলের বাছাইপর্বের খেলায় আগামীকাল ভোরে মুখোমুখি হবে দুই চির প্রতিন্দ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। নিজেদের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আতিথ্য দেবে ব্রাজিল।
লাতিন অঞ্চলের বাছাইপর্বে ৫ ম্যাচ খেলে চার জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। নিজেদের শেষ খেলায় আর্জেন্টিনা হেরেছে উরুগুয়ের কাছে। এরপরও এই ম্যাচে আর্জেন্টিনা ফেভারিট হিসেবে মাঠে নামবে সা¤প্রতিক পারফরম্যান্সে কারণে। অন্যদিকে, ব্রাজিলও বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে হেরেছে কলম্বিয়ার কাছে। পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল। দলে ইনজুরি সমস্যা থাকলেও আর্জেন্টিনার বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী ব্রাজিলিয়ানরা। মারাকানা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে আগামীকাল ভোর সাড়ে ৬টায়।