লেবাননকে রুখে দিলো বাংলাদেশ
- আপডেট সময় : ০৫:২৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
- / ৪৩১ বার পড়া হয়েছে
ফুটবল বিশ্বকাপের বাছাইয়ে শক্তিশালী প্রতিপক্ষ লেবাননের সাথে ১-১ গোল ব্যবধানে সমতায় থেকে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় পুরো ৯০ মিনিট লড়ে ১-১ গোলে ড্র করেছে মোরসালিনরা। জয় না পেলেও এই এক পয়েন্টই বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচে প্রথমার্ধেও বাংলাদেশ ভালো খেলেছে। কিন্তু গোল মিসের মহড়ায় এগিয়ে যেতে পারেনি। দ্বিতীয়ার্ধে রক্ষণ আর গোলরক্ষক শ্রাবণের ভুলে ৬৭ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
৬৭ মিনিটে লেবাননকে এগিয়ে দেন মাজেদ উসমান। তবে সে গোল শোধ করতে খুব একটা সময় নেয়নি বাংলাদেশ। বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক শটে ৭২ মিনিটে দলকে সমতায় ফেরান মোরছালিন। এরপর আর কোনো গোল না হওয়ায় ড্রয়ে মীমাংশা হয় ম্যাচটি।
গত ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ৭-০ গোলে হারে জামাল ভূঁইয়ারা। সেই ম্যাচের একাদশে খেলা চারজনকে পরিবর্তন করে আজ লেবাননকে মোকাবেলা করে বাংলাদেশ।
লেবাননের বিপক্ষে বাংলাদেশ এ নিয়ে চার বার মুখোমুখি হলো। চার ম্যাচের মধ্যে বাংলাদেশ এক জয়, এক ড্র আর দুই বার হেরেছে। আর হোম ম্যাচে বাংলাদেশ লেবাননের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড বজায় রাখল। ২০১১ সালে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ ০-২ গোলে জিতেছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে।