০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কঙ্গোতে সেনা নিয়োগের সময় পদদলিত হয়ে নিহত ৩৭

রিপাবলিক অব কঙ্গোর রাজধানী ব্রাজাভিল সেনাবাহিনীর নিয়োগ কার্যক্রমে পদদলিত হয়ে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কঙ্গোর প্রধানমন্ত্রী আনাতোলে কোলিনেত মাকোসো বলেন, এই দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছেন। কত লোক আহত হয়েছেন, সেই সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গত সপ্তাহে মধ্য আফ্রিকার দেশটির সেনাবাহিনী ১৮ থেকে ২৫ বছর বয়সী দেড় হাজার লোকবল নেওয়ার ঘোষণা দিয়েছিল।

এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি ক্রাইসিস ইউনিট গঠন করা হয়েছে। ঘটনার অন্যান্য বিবরণ এখনও অস্পষ্ট।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য স্টেডিয়ামের বাইরে হাজার হাজার তরুণ জড়ো হয়েছিলেন। তাদের মধ্যে অনেকে জোর করে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন। আর তখনই পদদলনের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার রাতেই বহু লোক ওই স্টেডিয়ামে এসে অবস্থান নেন। তখন পদদলিত হওয়ার ঘটনা শুরু হয়।

৫৮ লাখ বাসিন্দার দেশ কঙ্গোর বেকারত্ব প্রবল। বিশ্ব ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, শ্রমশক্তির ৭৫ ভাগ অনানুষ্ঠানিক খাত, স্ব-নিযুক্ত বা নিম্ন-উৎপাদনশীল চাকরি করেন।

কঙ্গোতে সেনা নিয়োগের সময় পদদলিত হয়ে নিহত ৩৭

আপডেট : ০৫:১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

রিপাবলিক অব কঙ্গোর রাজধানী ব্রাজাভিল সেনাবাহিনীর নিয়োগ কার্যক্রমে পদদলিত হয়ে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কঙ্গোর প্রধানমন্ত্রী আনাতোলে কোলিনেত মাকোসো বলেন, এই দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছেন। কত লোক আহত হয়েছেন, সেই সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গত সপ্তাহে মধ্য আফ্রিকার দেশটির সেনাবাহিনী ১৮ থেকে ২৫ বছর বয়সী দেড় হাজার লোকবল নেওয়ার ঘোষণা দিয়েছিল।

এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি ক্রাইসিস ইউনিট গঠন করা হয়েছে। ঘটনার অন্যান্য বিবরণ এখনও অস্পষ্ট।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য স্টেডিয়ামের বাইরে হাজার হাজার তরুণ জড়ো হয়েছিলেন। তাদের মধ্যে অনেকে জোর করে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন। আর তখনই পদদলনের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার রাতেই বহু লোক ওই স্টেডিয়ামে এসে অবস্থান নেন। তখন পদদলিত হওয়ার ঘটনা শুরু হয়।

৫৮ লাখ বাসিন্দার দেশ কঙ্গোর বেকারত্ব প্রবল। বিশ্ব ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, শ্রমশক্তির ৭৫ ভাগ অনানুষ্ঠানিক খাত, স্ব-নিযুক্ত বা নিম্ন-উৎপাদনশীল চাকরি করেন।