আন্তর্জাতিক বাজারে সোনার দাম সর্বনিম্নে
- আপডেট সময় : ০৮:০৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
- / ৪২৮ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক বাজারে সোনার দাম দুই সপ্তাহের মধ্যে গতকাল সোমবার সর্বনিম্নে নেমেছে। ট্রেজারি বন্ডে বিনিয়োগকারীদের আগ্রহী হয়ে ওঠার কারণেই সোনার এই দরপতন বলে মনে করছেন বিশ্লেষকেরা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিশ্লেষকেরা আরও বলেছেন, ট্রেজারি বন্ডে আগ্রহী হয়ে উঠলেও অনেক বিনিয়োগকারী আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আসন্ন বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন।
রয়টার্স জানিয়েছে, গতকাল স্পট মার্কেটে সোনার দাম কমেছে দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্সের দাম নেমেছে ১ হাজার ৯৭২ ডলার ২৬ সেন্টে। একই সময়ে যুক্তরাষ্ট্রে ফিউচার মার্কেটেও সোনার দাম কমেছে দশমিক ৫ শতাংশ। আউন্সপ্রতি দাম উঠেছে ১ হাজার ৯৭৪ ডলার ৬০ সেন্টে। অথচ গত শুক্রবারেও সোনার দাম উঠেছিল ১ হাজার ৯৯৩ ডলার ২৯ সেন্টে, যা দুই সপ্তাহের সর্বোচ্চ।
সোনার দাম কমে যাওয়ার পর আর্থিক প্রতিষ্ঠান এক্সিনিটির প্রধান বাজার বিশ্লেষক হ্যান ট্যান বলেন, ‘দাম কমার পর সোনার বাজারে স্বস্তি এসেছে। তবে বর্তমান ভূরাজনৈতিক কারণে দাম আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’
হ্যান ট্যান আরও বলেন, সোনায় বিনিয়োগ বাড়াবেন কিনা, তা নিয়ে ব্যবসায়ীরা দ্বিধা–দন্দ্বে ভুগছেন। তারা তারা আজকের ২০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি নিলামের ফলাফলের অপেক্ষা করছেন বলে মনে হচ্ছে।’
রয়টার্স জানিয়েছে, ট্রেজারি নিলামের ফলাফল নিয়ে ফেডের সভার কার্যবিবরণী আজ প্রকাশ হওয়ার কথা রয়েছে। গত সপ্তাহে আমেরিকার বেকারত্ব সূচক কমে এসেছে এবং মূল্যস্ফীতিও কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এ অবস্থায় এখন উচ্চ সুদহার নীতি থেকে বের হয়ে আসতে পারে ফেড। আর সুদহার কমে এলেই সোনার বাজার আবার চাঙ্গা হয়ে উঠবে।
তবে ক্যাপিটাল ডটকমের আর্থিক বাজার বিশ্লেষক কাইল রোড্ডা বলেছেন, মূল্যস্ফীতি যতটা নিয়ন্ত্রণে আসা প্রয়োজন, এখনো ততটা আসেনি এবং বেকারত্ব সূচকও প্রত্যাশিত মাত্রায় কমেনি। সুতরাং সুদহার সামান্য কমালেও সোনার দাম অস্বাভাবিকভাবে বাড়ার সম্ভাবনা নেই।