উ.কোরিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণের কঠোর নিন্দা জাতিসংঘ প্রধানের
আর্ন্তজাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৮:০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
- / ৪৩১ বার পড়া হয়েছে
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উত্তর কোরিয়ার কক্ষপথে একটি সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার তার মুখপাত্র এই কথা জানান। খবর এএফপি’র।
মহাসচিবের মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে বলেন, ‘মহাসচিব ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে আরেকটি সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণের তীব্র নিন্দা জানিয়েছেন।’
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘কেসিএনএ’ পরিবেশিত খবরে বলা হয়, এই স্যাটেলাইট বহনকারী একটি রকেট মঙ্গলবার দেশটির উত্তর ফিয়ংগান প্রদেশ থেকে উৎক্ষেপণ করা হয় এবং নিখুঁতভাবে গোয়েন্দা স্যাটেলাইট ‘মালিগিয়ং-১’কে কক্ষপথে স্থাপন করে।’
হক বলেন, ‘ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে উত্তর কোরিয়ার যেকোন উৎক্ষেপণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের একেবারে পরিপন্থী।’