সরকার বিভিন্ন দল থেকে চাপ প্রয়োগ করে নেতাদের বাগিয়ে নিয়ে তামাশার নির্বাচন করতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, খুব দ্রুত সরকারের পতন হবে। বেঈমান-দলছুটরা ইতিহাস থেকে হারিয়ে যাবে। এসময় ক্ষমতা ধরে রাখার ইচ্ছে ত্যাগ করে অবিলম্বে ক্ষমতাসীনদের পদত্যাগের আহ্বান জানান রিজভী। নয়তো আওয়ামী লীগের পরিণতি শুভ হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি’র সিনিয়র এই নেতা।
রিজভী বলেন, ‘কাজী রকিব আর নুরুল হুদার (সাবেক প্রধান নির্বাচন কমিশনার) দেখানো ভাঁওতাবাজির নির্বাচনের পথে হাঁটছেন কাজী হাবিবুল আউয়ালরা। দেশের জনগণ মাফিয়া চক্রের এই ভুয়া তফসিল প্রত্যাখ্যান করায় শেখ হাসিনা এখন মঈন উদ্দিন-ফখরুদ্দিনের মতো তথাকথিত কিংস পার্টি, ভুঁইফোঁড় পার্টি, ড্রিংকস পার্টি, ছিন্নমূল পার্টি তৈরি করে তাদের দিয়েই তামাশার নির্বাচন মঞ্চস্থ করতে মরিয়া হয়ে উঠেছেন।’
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘দেশের কৃষক-শ্রমিক-স্বল্প আয়ের মানুষ-শ্রমজীবী-কৃষিজীবী-পেশাজীবী-আলেম-উলামাসহ সব শ্রেণি-পেশার মানুষ তথা গার্মেন্টস শ্রমিকসহ দেশের সব নাগরিক বর্তমানে মানবিক মর্যাদা হারিয়ে, রাজনৈতিক অধিকার হারিয়ে, ভোট প্রয়োগের অধিকার হারিয়ে নিজ দেশেই শেখ হাসিনার শৃঙ্খলে বন্দি।’
রিজভী বলেন, ‘একতরফা নির্বাচনের জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। জয় বাংলা বলে স্লোগান দিয়ে আমলা ও পুলিশের মতো দেশের বিচারকরাও দুর্বারগতিতে অন্ধ অবিচারে কাজ করে যাচ্ছে। আমলা-পুলিশ-বিচারকগণ সবাই একত্রিত হয়ে দ্রুত ও দর্পিত পদক্ষেপে কাজ করে যাচ্ছে। সরকারের নির্দেশে বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা ও গায়েবী মামলায় সাজা দেওয়া হচ্ছে।’