জিম্মিদের শুক্রবারের আগে ছাড়বে না হামাস
- আপডেট সময় : ০৬:৪৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
- / ৪২১ বার পড়া হয়েছে
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান জাচি হ্যানেগব জানিয়েছেন, ইসরায়েলি জিম্মিদের শুক্রবারের আগে ছাড়বে না ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এমনটি জানান।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত একটি বিবৃতিতে জাচি বলেন, আমাদের জিম্মিদের মুক্তির জন্য আলোচনা এগিয়ে চলেছে এবং ক্রমাগত অব্যাহত রয়েছে।
গতকাল বুধবার কাতারের মধ্যস্থতায় জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় ৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে হামাস-ইসরায়েল।
এ চুক্তির আওতায় ১৫০ ফিলিস্তিনি নারী ও শিশু কয়েদিকে মুক্তি দেবে ইসরায়েল। এর বিনিময়ে ৫০ জিম্মিকে মুক্তি দেবে হামাস।
গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গাজায় এখন পর্যন্ত ১৪ হাজার ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। হামাসের হামলায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি মারা গেছে বলে জানিয়েছে দেশটি।