শুক্রবার সকাল ৭টায় গাজায় যুদ্ধবিরতি শুরু
- আপডেট সময় : ০৫:৩৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
- / ৪২৯ বার পড়া হয়েছে
গাজায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল। শুক্রবার গাজার স্থানীয় সময় সকাল ৭টায় এই যুদ্ধবিরতি শুরু হবে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার দোহায় এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল–আনসারি এই তথ্য জানিয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা বলছে, শুক্রবার থেকেই জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। স্থানীয় সময় বিকেল ৪টায় এদের মুক্তি দেওয়া শুরু হবে। প্রথম ধাপে ১৩ জনকে মুক্তি দেবে হামাস।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল–আনসারি জানান, জিম্মিদের মধ্যে যারা একই পরিবারের, তাদের একত্র করা হবে। ৪ দিনের মধ্যে ৫০ জিম্মি মুক্তি দেওয়ার কথা জানিয়েছে হামাস। তবে একসাথে নয়, আলাদা আলাদা দিন।
কোন পথে জিম্মিদের আনা হবে এবং মুক্তি দেওয়া হবে, নিরাপত্তাজনিত কারণে আপাতত সেই তথ্য জানাননি মাজেদ আল–আনসারি।
কাতারের মধ্যস্থতায় গত বুধবার জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় ৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে হামাস-ইসরায়েল। এ চুক্তির আওতায় ১৫০ ফিলিস্তিনি নারী ও শিশু কয়েদিকে মুক্তি দেবে ইসরায়েল। এর বিনিময়ে ৫০ জিম্মিকে মুক্তি দেবে হামাস।
গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গাজায় এখন পর্যন্ত ১৪ হাজার ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। হামাসের হামলায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি মারা গেছে বলে জানিয়েছে দেশটি।