আন্তর্জাতিক জ্বালানি তেলের দাম আরও কমলো
- আপডেট সময় : ০৯:৩৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
- / ৪২৪ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে। উৎপাদনকারী দেশগুলোর সংগঠন এবং তাদের মিত্রদের জোট ওপেক প্লাসের সদস্যদের মন্ত্রী পর্যায়ের বৈঠক স্থগিত হয়েছে। এতে উত্তোলনকারী দেশগুলো প্রত্যাশার চেয়ে কম উৎপাদন কমাতে পারে বলে সম্ভাবনা জেগেছে। ফলে জ্বালানি পণ্যটির মূল্য হ্রাস পেয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের দাম নিম্নমুখী হয়েছে ৮১ সেন্ট বা ১ শতাংশ। প্রতি ব্যারেলের দর স্থির হয়েছে ৮১ ডলার ১৫ সেন্টে। আগের কার্যদিবসেও বেঞ্চমার্কটির ব্যাপক দরপতন ঘটে। বুধবার (২২ নভেম্বর) যার পরিমাণ ছিল ৪ শতাংশ।
একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই)দর হ্রাস পেয়েছে ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ। ব্যারেলপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ৭৬ ডলার ৪০ সেন্টে। আগের দিন বেঞ্চমার্কটির দাম কমেছিল ৫ শতাংশেরও বেশি।
আগামী ২৬ নভেম্বর বৈঠক হওয়ার কথা ছিল ওপেক প্লাসের। তবে সেটা বিলম্ব করেছে তারা। তাদের পরবর্তী সভা হওয়ার কথা আসছে ৩০ নভেম্বর। সেখানে জোটের সদস্যভুক্ত দেশগুলোর মন্ত্রীরা তেলের উৎপাদন কমানো নিয়ে আলোচনা করতে পারেন বলে আশা করা হচ্ছে।
ইতোমধ্যে চাউর হয়েছে, তেলের উৎপাদন স্তর নিয়ে ঐক্যমতে পৌঁছাতে পারছে না ওপেক প্লাস। এর মানে ধরেই নেয়া হচ্ছে, জ্বালানি পণ্যটির উত্তোলন কমতে পারে।