০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধের শেষ দিন আজ

সরকারের পদত্যাগের দাবিতে সারাদেশে বিএনপি-জামায়াত এবং সমমনা দলগুলোর ডাকা ষষ্ঠ দফা ৪৮ ঘণ্টার অবরোধের শেষ দিন আজ। বুধবার ভোর ৬টা থেকেই শুরু হওয়া অবরোধ শেষ হবে শুক্রবার ভোর ৬টায়।

অবরোধে তেমন কোন প্রভাব নেই রাজধানীবাসীর জনজীবনে। অফিস আদালত, স্কুল কলেজ সবই চলছে স্বাভাবিক ভাবেই। তবে মহাসড়কে গণপরিবহন চলাচল করলেও যাত্রীর সংখ্যা তেমন একটা দেখা যায়নি।

জানা গেছে, গত কয়েকদিনের অবরোধ ও হরতালে দেশের বিভিন্ন জায়গায় গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সীমিত পরিসরে চলছে গণ পরিবহন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোর থেকে মহাসড়কে গণপরিবহন তেমন একটা চলাচল করতে দেখা যায়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণপরিবহন বাড়তে পারে। তবে, পণ্যবাহী ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা, পিকআপ ও ব্যক্তিগত যান চলাচল করছে।

অপরদিকে গণপরিবহন বন্ধ থাকার পরও রেল স্টেশনসহ বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের বাড়তি কোন চাপ লক্ষ করা যায়নি। সংশ্লিষ্টরা বলছে, জরুরি প্রয়োজন ছাড়া কেউ গন্তব্যে যাচ্ছেন না। তাই যাত্রীর সংখ্যা তুলনামূলক অনেক কম।

এদিকে, যেকোন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষায় র‍্যাবের ৪২৮টি টহল দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র ঢাকায় ১৪২টি টহল দল মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাব ফোর্সেস এর ১৪২টি টহল দলসহ সারাদেশে ৪২৮টি টইল দল মোতায়েন রয়েছে।

যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশন সহ গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে।

যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা দিতে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র‍্যাব টহলের মাধ্যমে এস্কর্ট দিরে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‍্যাব।

র‍্যাবের পাশাপাশি সারাদেশে ২৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এই তথ্য জানান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ গোটা দেশে ২৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় পোশাক কারখানার সুতাবাহী দুই কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে দুই কাভার্ডভ্যান ময়মনসিংহের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যান দুটি গাজীপুর মহানগরীর সদর থানার দক্ষিণ সালনা এলাকায় পৌঁছালে ৮-১০ জন দুষ্কৃতকারী মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে গাড়ি দুটির গতিরোধ করে এবং পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গতকাল রাজধানীর মগবাজার ফ্লাইওভার ও মগবাজার মোড়ে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২২ নভেম্বর) রাতে বিকট শব্দে ককটেলগুলো বিস্ফোরিত হয়। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এদিকে, একাধিক ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ষষ্ঠ দফায় বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা সড়ক, নৌ ও রেলপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদাভাবে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দিয়েছে।

অবরোধের সমর্থনে বগুড়ায় একাধিক স্থানে রাস্তা বন্ধ করে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৮টায় বগুড়া পৌরসভার ফনিরমোড় এলাকায় রাস্তা অবরোধ করে মিছিল করে দলটির নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। পরে সেখানে সমাবেশ করেন তারা। এ সময় সড়কে যান-চলাচল বন্ধ হয়ে যায়।

এছাড়া সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় বাইপাসের বনানীতে মহাসড়ক অবরোধ করে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। এতে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর হেনা। রাস্তা অবরোধ করে মিছিল ও সমাবেশ হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মস্থান গাবতলিতেও।

পাবনায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানার নেতৃত্বে শহরের আতাইকুলা রোডে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতা-কর্মীরা। মিছিলটি স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে। এক পর্যায় পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা পালিয়ে যায়।

উল্লেখ্য, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারসহ বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এই হরতালের ডাক দেয়া হয়। এ ছাড়া সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি।

শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধের শেষ দিন আজ

আপডেট : ০৬:০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩

সরকারের পদত্যাগের দাবিতে সারাদেশে বিএনপি-জামায়াত এবং সমমনা দলগুলোর ডাকা ষষ্ঠ দফা ৪৮ ঘণ্টার অবরোধের শেষ দিন আজ। বুধবার ভোর ৬টা থেকেই শুরু হওয়া অবরোধ শেষ হবে শুক্রবার ভোর ৬টায়।

অবরোধে তেমন কোন প্রভাব নেই রাজধানীবাসীর জনজীবনে। অফিস আদালত, স্কুল কলেজ সবই চলছে স্বাভাবিক ভাবেই। তবে মহাসড়কে গণপরিবহন চলাচল করলেও যাত্রীর সংখ্যা তেমন একটা দেখা যায়নি।

জানা গেছে, গত কয়েকদিনের অবরোধ ও হরতালে দেশের বিভিন্ন জায়গায় গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সীমিত পরিসরে চলছে গণ পরিবহন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোর থেকে মহাসড়কে গণপরিবহন তেমন একটা চলাচল করতে দেখা যায়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণপরিবহন বাড়তে পারে। তবে, পণ্যবাহী ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা, পিকআপ ও ব্যক্তিগত যান চলাচল করছে।

অপরদিকে গণপরিবহন বন্ধ থাকার পরও রেল স্টেশনসহ বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের বাড়তি কোন চাপ লক্ষ করা যায়নি। সংশ্লিষ্টরা বলছে, জরুরি প্রয়োজন ছাড়া কেউ গন্তব্যে যাচ্ছেন না। তাই যাত্রীর সংখ্যা তুলনামূলক অনেক কম।

এদিকে, যেকোন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষায় র‍্যাবের ৪২৮টি টহল দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র ঢাকায় ১৪২টি টহল দল মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাব ফোর্সেস এর ১৪২টি টহল দলসহ সারাদেশে ৪২৮টি টইল দল মোতায়েন রয়েছে।

যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশন সহ গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে।

যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা দিতে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র‍্যাব টহলের মাধ্যমে এস্কর্ট দিরে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‍্যাব।

র‍্যাবের পাশাপাশি সারাদেশে ২৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এই তথ্য জানান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ গোটা দেশে ২৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় পোশাক কারখানার সুতাবাহী দুই কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে দুই কাভার্ডভ্যান ময়মনসিংহের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যান দুটি গাজীপুর মহানগরীর সদর থানার দক্ষিণ সালনা এলাকায় পৌঁছালে ৮-১০ জন দুষ্কৃতকারী মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে গাড়ি দুটির গতিরোধ করে এবং পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গতকাল রাজধানীর মগবাজার ফ্লাইওভার ও মগবাজার মোড়ে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২২ নভেম্বর) রাতে বিকট শব্দে ককটেলগুলো বিস্ফোরিত হয়। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এদিকে, একাধিক ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ষষ্ঠ দফায় বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা সড়ক, নৌ ও রেলপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদাভাবে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দিয়েছে।

অবরোধের সমর্থনে বগুড়ায় একাধিক স্থানে রাস্তা বন্ধ করে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৮টায় বগুড়া পৌরসভার ফনিরমোড় এলাকায় রাস্তা অবরোধ করে মিছিল করে দলটির নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। পরে সেখানে সমাবেশ করেন তারা। এ সময় সড়কে যান-চলাচল বন্ধ হয়ে যায়।

এছাড়া সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় বাইপাসের বনানীতে মহাসড়ক অবরোধ করে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। এতে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর হেনা। রাস্তা অবরোধ করে মিছিল ও সমাবেশ হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মস্থান গাবতলিতেও।

পাবনায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানার নেতৃত্বে শহরের আতাইকুলা রোডে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতা-কর্মীরা। মিছিলটি স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে। এক পর্যায় পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা পালিয়ে যায়।

উল্লেখ্য, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারসহ বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এই হরতালের ডাক দেয়া হয়। এ ছাড়া সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি।