বিমান হামলায় হামাসের নৌ কমান্ডার নিহত, দাবি ইসরায়েলের
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৫:৩৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
- / ৪৪০ বার পড়া হয়েছে
গাজার খান ইউনিসে বিমান হামলায় হামাসের নৌবাহিনীর কমান্ডার অমর আবু জাল্লা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
আইডিএফ জানিয়েছে, অমর আবু জাল্লা গাজায় যুদ্ধের শুরু থেকেই বেশ কয়েকটি নৌ হামলার সঙ্গে জড়িত ছিলেন। এসব হামলা ব্যর্থ করেছে ইসরায়েলের সেনাবাহিনী।
আইডিএফের দাবি, হামাসের অস্ত্র গুদাম, উপকূলের কাছে টানেল, প্রশিক্ষণ ঘাঁটি ধ্বংস করেছে তাদের নৌ গোয়েন্দা।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গাজায় এখন পর্যন্ত ১৪ হাজার ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। হামাসের হামলায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি মারা গেছে বলে জানিয়েছে দেশটি।