ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ব্রাজিলকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
  • / ৪৪৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাজিল আর আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ কোনো ম্যাচ মানেই কি এখন আর্জেন্টিনার হাতে ব্রাজিলের হার? ২০২১ কোপা আমেরিকা থেকে শুরু – সেবার মারাকানায় নেইমারের ব্রাজিলকেই হারিয়ে কোপা আমেরিকা জিতল মেসির আর্জেন্টিনা। দুদিন আগে সেই মারাকানায় আবার বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা হারিয়ে দিল ব্রাজিলকে, এবারও ১-০ গোলে। এবারের জয়টাতে আবার ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের হার না দেখার রেকর্ড ভেঙে গেছে।

এরপর আজ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল আর আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে, এবারও আর্জেন্টিনাই জিতল। শুধু জেতেইনি, ব্রাজিলকে রীতিমতো বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। ৩-০ গোলে ব্রাজিলকে হারিয়ে, ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বাড়ি পাঠিয়ে আর্জেন্টিনা চলে গেল বিশ্বকাপের সেমিফাইনালে।

এমন চোখধাঁধানো জয়ের নায়ক? আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলে অনেক আগে থেকেই যিনি ‘নতুন মেসি’ ডাকনাম পেয়ে গেছেন, যার জার্সি নম্বরও মেসির মতোই ‘১০!’ ক্লদিও দিয়াবোলিতো এচেভেরি করেছেন আর্জেন্টিনার তিনটি গোল। এতে মেসির সঙ্গে একটা ‘রেকর্ডে’ নাম লেখানোও হয়ে গেছে। বয়সভিত্তিক হোক কিংবা সিনিয়র – যেকোনো পর্যায়ের ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিকের কীর্তিটা আজ এচেভেরি গড়েছেন, তার আগে সর্বশেষ কীর্তিটি ছিল মেসির – ২০১২ সালে প্রীতি ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ৪-৩ গোলের জয়ে।

ম্যাচের পরিসংখ্যান দেখলে ব্রাজিল আর আর্জেন্টিনার লড়াইটা সমানে সমান হয়েছে বলেই মনে হবে। বলের নিয়ন্ত্রণ আর্জেন্টিনার কাছে ছিল ৫৩ শতাংশ সময়ে, ব্রাজিলের ৪৭ শতাংশ। শট দুই দলই নিয়েছে ১৬টি করে, এর মধ্যে ব্রাজিলের ৫টি শট ছিল পোস্টমুখী, আর্জেন্টিনার ৬টি। কিন্তু খেলা দেখার চোখ পরিসংখ্যানকে আরেকবার গাধাই প্রমাণ করবে। ব্রাজিল বলতে গেলে যা কিছু লড়েছে প্রথম ২৫ মিনিটই।

১৪ মিনিটে বক্সের ঠিক ওপর থেকে ব্রাজিল উইঙ্গার রায়ানের শট গেছে পোস্ট ঘেঁষে, এর পাঁচ মিনিট পর বক্সের বাইরে থেকে এচেভেরিরই ফ্রি-কিক গেছে ব্রাজিলের পোস্টের কাছ দিয়ে। ২৭ মিনিটে ব্রাজিলের নাম্বার টেন এদুয়ার্দো আনাস্তাসিওর শট পরীক্ষা নিয়েছে আর্জেন্টিনা গোলকিপারের। ব্রাজিলের লড়াই বলতে অতটুকুই।

২৮ মিনিটে প্রথমবার গোলের উল্লাসে মাতে আর্জেন্টিনা। মাঝমাঠ থেকে বল নিয়ে আঁকাবাঁকা দৌড়ে এগিয়ে গিয়ে বক্সের ওপর থেকে শট নেন এচেভেরি, তা ব্রাজিল অধিনায়ক ও ডিফেন্ডার ভিতর রেইসের পায়ে লেগে ঢোকে পোস্টে। আগেই শটের দিকে ঝাঁপিয়ে পড়া ব্রাজিল গোলকিপারের কিছু করার ছিল না। আর্জেন্টিনা এর আগ থেকেই দাপট দেখিয়েছে বেশি, আক্রমণে ভয় ধরিয়েছে কয়েকবার, ওই গোলের পর নিয়ন্ত্রণটা পুরোপুরিই চলে যায় আর্জেন্টিনার কাছে।

বাকি দুই গোল এসেছে দ্বিতীয়ার্ধে। ৫৮ মিনিটে এচেভেরির গোলটি তো হলো দুর্দান্ত, একেবারে মেসি ঢংয়ে। বক্সের একটু সামনে পাস পেয়ে দারুণ দৌড়ে তিন ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে এড়িয়ে চলে যান পোস্টের কাছে, যদিও ততক্ষণে পোস্টের ডান কোণের দিকে একটু বেশিই চলে গিয়েছিলেন। কিন্তু কিছুটা দুরূহ হয়ে ওঠা সেই কোণ থেকে এচেভেরির আড়াআড়ি শট, বল জালে!

১৩ মিনিট পর আবার গোল, হ্যাটট্রিক এচেভেরির। এবার কৃতিত্বটা এচেভেরির পাশাপাশি এই বিশ্বকাপে নজর কাড়া আরেক আর্জেন্টাইন অগুস্তিন রুবের্তোরও। মাঝমাঠে নিজেদের অর্ধ থেকে অসাধারণ থ্রু পাঠান রুবের্তো, তা ধরে বক্সের দিকে ছুটতে থাকা এচেভেরি আরেকবার মেসি ঢংয়েই গোলকিপারকে কাটিয়ে গেলেন, এরপর বুটের ডগার স্পর্শে বল জড়িয়ে দিলেন জালে!

অসাধারণ ফুটবল উপহার দিয়ে সেমিফাইনালে উঠে যাওয়া আর্জেন্টিনার জন্য অবশ্য সেখানেও কঠিন পরীক্ষা অপেক্ষায়। আর্জেন্টিনার সামনে যে এরপর পড়ছে জার্মানি, যারা আজ আরেক কোয়ার্টার ফাইনালে স্পেনকে হারিয়েছে ১-০ গোলে।

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

আপডেট সময় : ০৪:৫২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

ব্রাজিল আর আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ কোনো ম্যাচ মানেই কি এখন আর্জেন্টিনার হাতে ব্রাজিলের হার? ২০২১ কোপা আমেরিকা থেকে শুরু – সেবার মারাকানায় নেইমারের ব্রাজিলকেই হারিয়ে কোপা আমেরিকা জিতল মেসির আর্জেন্টিনা। দুদিন আগে সেই মারাকানায় আবার বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা হারিয়ে দিল ব্রাজিলকে, এবারও ১-০ গোলে। এবারের জয়টাতে আবার ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের হার না দেখার রেকর্ড ভেঙে গেছে।

এরপর আজ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল আর আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে, এবারও আর্জেন্টিনাই জিতল। শুধু জেতেইনি, ব্রাজিলকে রীতিমতো বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। ৩-০ গোলে ব্রাজিলকে হারিয়ে, ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বাড়ি পাঠিয়ে আর্জেন্টিনা চলে গেল বিশ্বকাপের সেমিফাইনালে।

এমন চোখধাঁধানো জয়ের নায়ক? আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলে অনেক আগে থেকেই যিনি ‘নতুন মেসি’ ডাকনাম পেয়ে গেছেন, যার জার্সি নম্বরও মেসির মতোই ‘১০!’ ক্লদিও দিয়াবোলিতো এচেভেরি করেছেন আর্জেন্টিনার তিনটি গোল। এতে মেসির সঙ্গে একটা ‘রেকর্ডে’ নাম লেখানোও হয়ে গেছে। বয়সভিত্তিক হোক কিংবা সিনিয়র – যেকোনো পর্যায়ের ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিকের কীর্তিটা আজ এচেভেরি গড়েছেন, তার আগে সর্বশেষ কীর্তিটি ছিল মেসির – ২০১২ সালে প্রীতি ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ৪-৩ গোলের জয়ে।

ম্যাচের পরিসংখ্যান দেখলে ব্রাজিল আর আর্জেন্টিনার লড়াইটা সমানে সমান হয়েছে বলেই মনে হবে। বলের নিয়ন্ত্রণ আর্জেন্টিনার কাছে ছিল ৫৩ শতাংশ সময়ে, ব্রাজিলের ৪৭ শতাংশ। শট দুই দলই নিয়েছে ১৬টি করে, এর মধ্যে ব্রাজিলের ৫টি শট ছিল পোস্টমুখী, আর্জেন্টিনার ৬টি। কিন্তু খেলা দেখার চোখ পরিসংখ্যানকে আরেকবার গাধাই প্রমাণ করবে। ব্রাজিল বলতে গেলে যা কিছু লড়েছে প্রথম ২৫ মিনিটই।

১৪ মিনিটে বক্সের ঠিক ওপর থেকে ব্রাজিল উইঙ্গার রায়ানের শট গেছে পোস্ট ঘেঁষে, এর পাঁচ মিনিট পর বক্সের বাইরে থেকে এচেভেরিরই ফ্রি-কিক গেছে ব্রাজিলের পোস্টের কাছ দিয়ে। ২৭ মিনিটে ব্রাজিলের নাম্বার টেন এদুয়ার্দো আনাস্তাসিওর শট পরীক্ষা নিয়েছে আর্জেন্টিনা গোলকিপারের। ব্রাজিলের লড়াই বলতে অতটুকুই।

২৮ মিনিটে প্রথমবার গোলের উল্লাসে মাতে আর্জেন্টিনা। মাঝমাঠ থেকে বল নিয়ে আঁকাবাঁকা দৌড়ে এগিয়ে গিয়ে বক্সের ওপর থেকে শট নেন এচেভেরি, তা ব্রাজিল অধিনায়ক ও ডিফেন্ডার ভিতর রেইসের পায়ে লেগে ঢোকে পোস্টে। আগেই শটের দিকে ঝাঁপিয়ে পড়া ব্রাজিল গোলকিপারের কিছু করার ছিল না। আর্জেন্টিনা এর আগ থেকেই দাপট দেখিয়েছে বেশি, আক্রমণে ভয় ধরিয়েছে কয়েকবার, ওই গোলের পর নিয়ন্ত্রণটা পুরোপুরিই চলে যায় আর্জেন্টিনার কাছে।

বাকি দুই গোল এসেছে দ্বিতীয়ার্ধে। ৫৮ মিনিটে এচেভেরির গোলটি তো হলো দুর্দান্ত, একেবারে মেসি ঢংয়ে। বক্সের একটু সামনে পাস পেয়ে দারুণ দৌড়ে তিন ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে এড়িয়ে চলে যান পোস্টের কাছে, যদিও ততক্ষণে পোস্টের ডান কোণের দিকে একটু বেশিই চলে গিয়েছিলেন। কিন্তু কিছুটা দুরূহ হয়ে ওঠা সেই কোণ থেকে এচেভেরির আড়াআড়ি শট, বল জালে!

১৩ মিনিট পর আবার গোল, হ্যাটট্রিক এচেভেরির। এবার কৃতিত্বটা এচেভেরির পাশাপাশি এই বিশ্বকাপে নজর কাড়া আরেক আর্জেন্টাইন অগুস্তিন রুবের্তোরও। মাঝমাঠে নিজেদের অর্ধ থেকে অসাধারণ থ্রু পাঠান রুবের্তো, তা ধরে বক্সের দিকে ছুটতে থাকা এচেভেরি আরেকবার মেসি ঢংয়েই গোলকিপারকে কাটিয়ে গেলেন, এরপর বুটের ডগার স্পর্শে বল জড়িয়ে দিলেন জালে!

অসাধারণ ফুটবল উপহার দিয়ে সেমিফাইনালে উঠে যাওয়া আর্জেন্টিনার জন্য অবশ্য সেখানেও কঠিন পরীক্ষা অপেক্ষায়। আর্জেন্টিনার সামনে যে এরপর পড়ছে জার্মানি, যারা আজ আরেক কোয়ার্টার ফাইনালে স্পেনকে হারিয়েছে ১-০ গোলে।