রাজধানীর আবদুল্লাহপুরে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়। এই তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা আক্তার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আগুন দেওয়ার বিষয়ে উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হক জানান, আবদুল্লাহপুরে বিআরটিসির যাত্রীবাহী দ্বিতল বাসের ওপরের তলায় দুর্বৃত্তরা আগুন দেয়। তখন গাড়ির চালকসহ অন্যরা আগুন নিভিয়ে ফেলেন। এতে বাসটির তিনটি সিট পুড়ে গেছে।
পুলিশ কর্মকর্তা রাকিবুল হক বলেন, যে দুর্বৃত্ত বাসটিতে আগুন দিয়েছেন, তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
সরকারবিরোধী দলগুলোর ডাকা সপ্তম দফার সর্বাত্মক অবরোধ শুরু হবে আগামীকাল রোববার (২৬ নভেম্বর) ভোর থেকে। যা চলবে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল পর্যন্ত।
ওদিকে অবরোধ শুরুর নেতাকর্মীদের ‘দুর্জয় সাহস’ নিয়ে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৫ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।