ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রোগীদের ফেলে যেতে অস্বীকার, ফিলিস্তিনি চিকিৎসককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
  • / ৪৩৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজা যুদ্ধের মধ্যে রোগীদের ফেলে যেতে অস্বীকার করায় এক ফিলিস্তিনি চিকিৎসককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এসময় তাঁর আরও দুই সহকর্মীকেও গুলি করে হত্যা করা হয়। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ডক্টর্স উইদআউট বর্ডারের হয়ে নিহতেরা গাজার আল আওদা হাসপাতালে কাজ করতেন।

মৃত্যুর আগে এক বার্তায় ৩৮ বছর বয়সী ফিলিস্তিনি চিকিৎসক মাহমুদ আবুনেজিলা বলেন, ‘আমরা আমাদের রোগীদের ছেড়ে যাব না। আমরা এখনও আশা করি যে রোগীদের জন্য হলেও বিশ্ব আমাদের পরিত্যাগ করবে না। আমাদের হতাশ করবেন না।’ চিকিৎসক মাহমুদের স্ত্রী ও তিন সন্তান রয়েছে বলে জানা গেছে।

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গাজায় ১৪ হাজার ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের হামলায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি মারা গেছে বলে জানিয়েছে দেশটি। দেড় মাসের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার হামলার পর গতকাল শুক্রবার থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চার দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

রোগীদের ফেলে যেতে অস্বীকার, ফিলিস্তিনি চিকিৎসককে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৭:২৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

গাজা যুদ্ধের মধ্যে রোগীদের ফেলে যেতে অস্বীকার করায় এক ফিলিস্তিনি চিকিৎসককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এসময় তাঁর আরও দুই সহকর্মীকেও গুলি করে হত্যা করা হয়। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ডক্টর্স উইদআউট বর্ডারের হয়ে নিহতেরা গাজার আল আওদা হাসপাতালে কাজ করতেন।

মৃত্যুর আগে এক বার্তায় ৩৮ বছর বয়সী ফিলিস্তিনি চিকিৎসক মাহমুদ আবুনেজিলা বলেন, ‘আমরা আমাদের রোগীদের ছেড়ে যাব না। আমরা এখনও আশা করি যে রোগীদের জন্য হলেও বিশ্ব আমাদের পরিত্যাগ করবে না। আমাদের হতাশ করবেন না।’ চিকিৎসক মাহমুদের স্ত্রী ও তিন সন্তান রয়েছে বলে জানা গেছে।

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গাজায় ১৪ হাজার ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের হামলায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি মারা গেছে বলে জানিয়েছে দেশটি। দেড় মাসের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার হামলার পর গতকাল শুক্রবার থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চার দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে।