ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রোনালদোর ‘অবিশ্বাস্য গোলে’ আল নাসরের জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
  • / ৪২৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুরন্ত ফর্মে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একের পর এক গোল করে যাচ্ছেন তিনি। কি জাতীয় দল কি ক্লাব, সব জায়গাতেই উড়ছেন তিনি। সঙ্গে উড়াচ্ছেন দলকেও। এবারও তার প্রমাণ রাখলেন সিআরসেভেন। গত রাতে তার জোড়া গোলে সৌদি প্রো লিগে আল ওখদুদকে উড়িয়ে দিয়েছে আল নাসর।

সৌদি প্রো লিগে আল ওখদুদের বিপক্ষে দারুন জয় পেয়েছে আল নাসর। ৩-০ তে ম্যাচ জিতেছে দলটি। জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মিডফিল্ডার সামি আল নাজেই ১৩ মিনিটে এগিয়ে দেন দলকে। বিরতির পর ৭৭ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও ৮০ মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি। এই জয়ে ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকলো আল নাসর। ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আল হিলাল।

ম্যাচের ১৩তম মিনিটে ডিফেন্ডার সুলতান আল ঘানামের পাস থেকে স্বাগতিকদের লিড এনে দেন সামি আল নাজি। এরপরই গোলের দেখা পান পর্তুগিজ তারকা। যদিও তারে অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। তবে সমর্থকদের সেই হতাশা বেশিক্ষণ থাকতে দেননি সিআরসেভেন। বিরতির পর ম্যাচের ৭৭তম মিনিটে দারুণ শটে দলকে এগিয়ে দেন। তিন মিনিটের ব্যবধানে দলের হয়ে তৃতীয় ও ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো।

তার এই গোলটি অনেকদিন মনে রাখবে প্রতিপক্ষ ও ফুটবল ভক্তরা। ম্যাচের ৮০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে প্রতিপক্ষ গোলরক্ষকসহ ডিফেন্স লাইনের ওপর দিয়ে যে গোল করলেন রোনালদো, তা ‘অবিশ্বাস্য’ বললেও কম হবে। এমন গোলের ক্ষেত্রে গোলরক্ষক কিংবা রক্ষণের কাউকে দোষ দেয়া যায় না।

গোলরক্ষকসহ ডিফেন্স লাইনের ওপর দিয়ে বল গিয়ে জড়ালো জালে। আর এরপরেই শুরু হলো ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর চিরচেনা সেই উদযাপন। সবমিলিয়ে ফুটবল বিশ্ব সাক্ষী হয়েছে অন্যতম আকর্ষণীয় এক গোলের। সেটিকে অবিশ্বাস্য বললে হয়তো অত্যুক্তি করা হবে না।

এ দিকে ম্যাচটিতে পর্তুগিজ সুপারস্টার ইনজুরিতে ভুগেছেন। প্রতিপক্ষের ডি-বক্সের মধ্যে আক্রমণে নেমে পিঠে চোট পান তিনি। তবে সেটিকে পেছনে ফেলে দুর্দান্ত গোল উপহার দিয়ে নায়ক বনে যান। মূলত আল-নাসরের আক্রমণের সময়ে প্রতিপক্ষের গোলরক্ষক পাওলো ভিটোর গোললাইনে না থেকে কিছুটা উপরে উঠে আসেন। আর সেই সুযোগে মাথার ওপর দিয়ে সিআরসেভেন বল পাঠান জালে। আখদৌদের খেলোয়াড়দের চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।

নিউজটি শেয়ার করুন

রোনালদোর ‘অবিশ্বাস্য গোলে’ আল নাসরের জয়

আপডেট সময় : ০৭:২১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

দুরন্ত ফর্মে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একের পর এক গোল করে যাচ্ছেন তিনি। কি জাতীয় দল কি ক্লাব, সব জায়গাতেই উড়ছেন তিনি। সঙ্গে উড়াচ্ছেন দলকেও। এবারও তার প্রমাণ রাখলেন সিআরসেভেন। গত রাতে তার জোড়া গোলে সৌদি প্রো লিগে আল ওখদুদকে উড়িয়ে দিয়েছে আল নাসর।

সৌদি প্রো লিগে আল ওখদুদের বিপক্ষে দারুন জয় পেয়েছে আল নাসর। ৩-০ তে ম্যাচ জিতেছে দলটি। জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মিডফিল্ডার সামি আল নাজেই ১৩ মিনিটে এগিয়ে দেন দলকে। বিরতির পর ৭৭ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও ৮০ মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি। এই জয়ে ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকলো আল নাসর। ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আল হিলাল।

ম্যাচের ১৩তম মিনিটে ডিফেন্ডার সুলতান আল ঘানামের পাস থেকে স্বাগতিকদের লিড এনে দেন সামি আল নাজি। এরপরই গোলের দেখা পান পর্তুগিজ তারকা। যদিও তারে অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। তবে সমর্থকদের সেই হতাশা বেশিক্ষণ থাকতে দেননি সিআরসেভেন। বিরতির পর ম্যাচের ৭৭তম মিনিটে দারুণ শটে দলকে এগিয়ে দেন। তিন মিনিটের ব্যবধানে দলের হয়ে তৃতীয় ও ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো।

তার এই গোলটি অনেকদিন মনে রাখবে প্রতিপক্ষ ও ফুটবল ভক্তরা। ম্যাচের ৮০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে প্রতিপক্ষ গোলরক্ষকসহ ডিফেন্স লাইনের ওপর দিয়ে যে গোল করলেন রোনালদো, তা ‘অবিশ্বাস্য’ বললেও কম হবে। এমন গোলের ক্ষেত্রে গোলরক্ষক কিংবা রক্ষণের কাউকে দোষ দেয়া যায় না।

গোলরক্ষকসহ ডিফেন্স লাইনের ওপর দিয়ে বল গিয়ে জড়ালো জালে। আর এরপরেই শুরু হলো ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর চিরচেনা সেই উদযাপন। সবমিলিয়ে ফুটবল বিশ্ব সাক্ষী হয়েছে অন্যতম আকর্ষণীয় এক গোলের। সেটিকে অবিশ্বাস্য বললে হয়তো অত্যুক্তি করা হবে না।

এ দিকে ম্যাচটিতে পর্তুগিজ সুপারস্টার ইনজুরিতে ভুগেছেন। প্রতিপক্ষের ডি-বক্সের মধ্যে আক্রমণে নেমে পিঠে চোট পান তিনি। তবে সেটিকে পেছনে ফেলে দুর্দান্ত গোল উপহার দিয়ে নায়ক বনে যান। মূলত আল-নাসরের আক্রমণের সময়ে প্রতিপক্ষের গোলরক্ষক পাওলো ভিটোর গোললাইনে না থেকে কিছুটা উপরে উঠে আসেন। আর সেই সুযোগে মাথার ওপর দিয়ে সিআরসেভেন বল পাঠান জালে। আখদৌদের খেলোয়াড়দের চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।