‘সুষ্ঠু নির্বাচন না হলে ইসির ইট খুলে নেবে জনগণ’

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৯:৪১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
- / ৪৬২ বার পড়া হয়েছে

তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে নির্বাচন কমিশনের ইট খুলে নেবে জনগণ।
শনিবার রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি একথা বলেন। তৈমুর আলম খন্দকার বলেন, তার দল কোন পরজীবী রাজনৈতিক দল নয়। আগামী নির্বাচনে নিজস্ব প্রতীকে নির্বাচন করবো। সরকারি দলীয় প্রতীকে নির্বাচন করা হলে তা হবে প্রতারণা করা। জোটসহ ৩০০ আসনেই প্রার্থী দেবো। সরকার সহযোগিতা না করলে ইসি সুষ্ঠু ভোট করতে পারবে না।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত ৪৩৩টি মনোনয়ন ফরম বিক্রি করেছে তৃণমূল বিএনপি। আজ রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেয়া হচ্ছে। আগামীকাল (রোববার) আরও ৪ বিভাগে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেয়া হবে।