ফিরলেন রহমান–নানক–নাছিম, প্রথমবার সাঈদ খোকন
- আপডেট সময় : ০১:৫৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
- / ৪১৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের কেন্দ্রীয় তিনি কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও আব্দুর রহমান গত নির্বাচনে দলের মনোনয়ন পাননি। কিন্তু এবার তাদের ফিরিয়ে এনেছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ঢাকা– ১৩, আব্দুর রহমান ফরিদপুর–১ আর যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ঢাকা–৮ আসন থেকে দলের মনোনয়ন পেয়েছেন।
এছাড়াও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকনকে ঢাকা–৬ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।
রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের চুড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের কাছে দলীয় ফরম বিক্রি করা হয়। ৩০০ আসনে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করে দলটি। রোববার সকালে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মত বিনিময় করেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।
ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া জাহাঙ্গীর কবির নানক আগেও এই আসনটিতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালের নির্বাচনের পর তিনি শেখ হাসিনার মন্ত্রিসভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের নির্বাচনে ঢাকা–১৩ থেকে মনোনয়ন পান সাদেক খান।
গত নির্বাচনে মনোনয়নের দৌড়ে বাদ পড়া আওয়ামী লীগের আরেক সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমানকেও এবার ফিরিয়ে আনা হয়েছে। ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে ফরিদপুর–১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন রহমান। তবে ২০১৮ সালে তাকে মনোনয়নের তালিকা থেকে বাদ দেওয়া হয়।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ২০১৪ সালে মাদারীপুর-৩ আসন থেকে নির্বাচনে জয়ী হয়েছিলেন। এবার তিনি মনোনয়ন পেয়েছেন ঢাকা–৮ আসন থেকে। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে এই আসনটি শরিকদের জন্য ছেড়েছিল আওয়ামী লীগ। বর্তমানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এই আসনটির সংসদ সদস্য।
আরেক দিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ডাক পেয়েছেন। তাকে দেওয়া হয়েছে ঢাকা–৬ আসনের মনোনয়ন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশীদ।