ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

প্রথমবারের মত আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যাঁরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
  • / ৪১০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে লড়বেন ৯০ জনেরও বেশি নতুন মুখ। রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ২৯৮ আসনে চূড়ান্ত মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মনোনয়নের তালিকায় এর মধ্যে গত নির্বাচনে নির্বাচিত দলটির অনেক সংসদ সদস্যকেই বাদ দেওয়া হয়েছে। আবার গতবার জোট শরিকদের যে আসনগুলো ছেড়ে দেওয়া হয়েছিল সেগুলোতেও এবার মনোনয়ন ঘোষণা করেছে আওয়ামী লীগ। এবারই প্রথম জাতীয় নির্বাচনে লড়বেন নতুন মনোনয়ন পাওয়া প্রার্থীরা।

রংপুর বিভাগ
আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে রংপুর বিভাগ থেকে লড়বেন ১২ জন। এঁরা হলেন—পঞ্চগড়–১ আসনে মো. নাঊসুজ্জাসান ভুইয়াঁ, ঠাকুরগাঁও–২ এ মো. মাজহারুল ইসলাম, নীলফামারী–৪ এ মো. জাকির হোসেন বাবুল, লালমনিরহাট–৩ এ মো. মতিয়ার রহমান, রংপুর–১ এ মো. রেজাউল করিম রাজু, রংপুর–৩ তুষার কান্তি মন্ডল, রংপুর–৫ এ রাশেক রহমান, কুড়িগ্রাম–২ এ মো. জাফর আলী, কুড়িগ্রাম–৩ এ সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, কুড়িগ্রাম–৪ এ মো. বিপ্লব হাসান এবং গাইবান্ধা–১ আফরুজা বারী।

রাজশাহী বিভাগ
প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এমন প্রার্থীর সংখ্যা ১৫। এরা হলেন, বগুড়া–১ এ সাহাদারা মান্নান, বগুড়া–২ এ তৌহিদুর রহমান মানিক, বগুড়া–৩ এ সিরাজুল ইসলাম খান রাজু, বগুড়া–৪ আসনে মো. হেলাল উদ্দিন কবিরাজ, বগুড়া–৬ এ রাগেবুল আহসান রিপু, বগুড়া–৭ এ মো. মোস্তফা আলম, নওগাঁ–৩ এ সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী, নওগাঁ–৪ এ মো. নাহিদ মোর্শেদ, নওগাঁ–৬ মো. আনোয়ার হোসেন হেলাল, রাজশাহী–২ এ মোহাম্মদ আলী, রাজশাহী–৩ এ মোহাঃ আসাদুজ্জামান আসাদ, রাজশাহী–৪ এ মো. আবুল কালাম আজাদ, রাজশাহী–৫ এ মো. আব্দুল ওয়াদুদ, নাটোর–৪ এ মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এবং পাবনা–৪ এ গালিবুর রহমান শরীফ।

খুলনা বিভাগ
খুলনা বিভাগে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন আওয়ামী লীগের ১২ নতুন মুখ। এরা হলেন, মেহেরপুর–২ এ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক, ঝিনাইদহ–৩ এ মো. সালাহ উদ্দিন মিয়াজী, যশোর–২ এ মো. তৌহিদুজ্জামান, যশোর–৪ এ এনামুল হক বাবুল, যশোর–৬ এ শাহীন চাকলাদার, মাগুরা–১ এ সাকিব আল হাসান, বাগেরহাট–৪ এ এইচ এম বদিউজ্জামান সোহাগ, খুলনা–৩ এ এস এম কামাল হোসেন, খুলনা–৬ এ মো. রশীদুজ্জামান, সাতক্ষীরা–১ এ ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা–২ এ মো. আসাদুজ্জামান বাবু এবং সাতক্ষীরা–৪ এ এস এম আতাউল হক।

বরিশাল বিভাগ
বরিশাল বিভাগে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে এসেছেন এমন প্রার্থী ৭ জন। এরা হলেন, বরগুনা–২ এ সুলতানা নাদিরা, পটুয়াখালি–৪ এ মো. মহিবুর রহমান, বরিশাল–৩ এ সরদার মো. খালেদ হোসেন, বরিশাল–৪ এ শাম্মী আহমেদ, বরিশাল–৬ এ আবদুল হাফিজ মল্লিক, পিরোজপুর–২ এ কানাই লাল বিশ্বাস এবং পিরোজপুর–৩ এ মো. আশরাফুর রহমান।

ঢাকা বিভাগ
এবার ঢাকা বিভাগে দেখা মিলবে আওয়ামী লীগের ১৬ নতুন মুখের। এরা হলেন, টাঙ্গাইল–৩ এ মো. কামরুল হাসান খান, টাঙ্গাইল–৪ এ মো. মোজহারুল ইসলাম তালুকদার, টাঙ্গাইল–৫ এ মো. মামুন অর রশিদ, টাঙ্গাইল–৭ এ খান আহমেদ শুভ, টাঙ্গাইল–৮ এ অনুপম শাহজাহান জয়, কিশোরগঞ্জ–৩ এ মো. নাসিরুল ইসলাম খান, মানিকগঞ্জ–১ এ মো. আব্দুস সালাম, মুন্সিগঞ্জ–১ এ মহিউদ্দিন আহমেদ, ঢাকা–৫ এ হারুনর রশীদ মুন্না, ঢাকা–৬ এ মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা–৭ এ মোহাম্মদ সোলায়মান সেলিম, ঢাকা–১০ এ ফেরদৌস আহমেদ, ঢাকা–১১ এ মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, ঢাকা–১৪ এ মো. মাইনুল হোসেন খান, গাজীপুর–৩ এ রুমানা আলী, নরসিংদী–৩ এ ফজলে রাব্বি খান এবং ফরিদপুর–৩ এ শামীম হক।

ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ বিভাগে এবার ৯টি আসনে দেখা যাবে আওয়ামী লীগের নতুন মুখ। এরা হলেন, জামালপুর–১ আসনে নূর মোহাম্মদ, জামালপুর–৪ আসনে মো. মাহবুবুর রহমান, জামালপুর–৫ আসনে মো. আবুল কালাম আজাদ, শেরপুর–৩ এ এ ডি এম শহিদুল ইসলাম, ময়মনসিংহ– ৩ এ নিলুফার আনজুম, ময়মনসিংহ–৪ আসনে মোহাম্মদ মোহিত উর রহমান, ময়মনসিংহ–৫ এ মো. আব্দুল হাই আকন্দ, নেত্রকোনা–৪ এ সাজ্জাদুল হাসান এবং নেত্রকোনা–৫ এ আহমদ হোসেন।

সিলেট বিভাগ
সিলেট বিভাগের ৮টি আসনে নতুন প্রার্থীদের মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এরা হলেন, সুনামগঞ্জ–১ এ রনজিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ–২ এ চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, সুনামগঞ্জ–৫ এ মুহিবুর রহমান মানিক, সিলেট–৫ এ মাসুক উদ্দিন আহমদ, মৌলভীবাজার–২ এ শফিউল আলম চৌধুরী, মৌলভীবাজার–৩ এ মোহাম্মদ জিল্লুর রহমান, হবিগঞ্জ–১ এ ডাঃ মো. মুশফিক হুসেন চৌধুরী এবং হবিগঞ্জ–২ এ ময়েজ উদ্দিন শরীফ।

চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম বিভাগে এবার দেখা যাবে আওয়ামী লীগের ১২ নবীন মুখ। এরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে মো. শাহজাহান আলম, কুমিল্লা–১ এ মো. আবদুস সবুর, চাঁদপুর–১ এ সেলিম মাহমুদ, ফেনী–১ এ আলাউদ্দিন আহম্মদ চৌধুরী, নোয়াখালি–৬ এ মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর–২ এ নূর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর–৩ এ মোহাম্মদ গোলাম ফারুক, লক্ষ্মীপুর–৪ ফরিদুন্নাহার লাইলী, চট্টগ্রাম–২ এ খদিজাতুল আনোয়ার, চট্টগ্রাম–৪ এ এস এম আল মামুন, চট্টগ্রাম–৫ এ মোহাম্মদ আবদুস সালাম এবং চট্টগ্রাম–১০ মো. মহিউদ্দিন বাচ্চু।

নিউজটি শেয়ার করুন

প্রথমবারের মত আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যাঁরা

আপডেট সময় : ০৫:১৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে লড়বেন ৯০ জনেরও বেশি নতুন মুখ। রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ২৯৮ আসনে চূড়ান্ত মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মনোনয়নের তালিকায় এর মধ্যে গত নির্বাচনে নির্বাচিত দলটির অনেক সংসদ সদস্যকেই বাদ দেওয়া হয়েছে। আবার গতবার জোট শরিকদের যে আসনগুলো ছেড়ে দেওয়া হয়েছিল সেগুলোতেও এবার মনোনয়ন ঘোষণা করেছে আওয়ামী লীগ। এবারই প্রথম জাতীয় নির্বাচনে লড়বেন নতুন মনোনয়ন পাওয়া প্রার্থীরা।

রংপুর বিভাগ
আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে রংপুর বিভাগ থেকে লড়বেন ১২ জন। এঁরা হলেন—পঞ্চগড়–১ আসনে মো. নাঊসুজ্জাসান ভুইয়াঁ, ঠাকুরগাঁও–২ এ মো. মাজহারুল ইসলাম, নীলফামারী–৪ এ মো. জাকির হোসেন বাবুল, লালমনিরহাট–৩ এ মো. মতিয়ার রহমান, রংপুর–১ এ মো. রেজাউল করিম রাজু, রংপুর–৩ তুষার কান্তি মন্ডল, রংপুর–৫ এ রাশেক রহমান, কুড়িগ্রাম–২ এ মো. জাফর আলী, কুড়িগ্রাম–৩ এ সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, কুড়িগ্রাম–৪ এ মো. বিপ্লব হাসান এবং গাইবান্ধা–১ আফরুজা বারী।

রাজশাহী বিভাগ
প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এমন প্রার্থীর সংখ্যা ১৫। এরা হলেন, বগুড়া–১ এ সাহাদারা মান্নান, বগুড়া–২ এ তৌহিদুর রহমান মানিক, বগুড়া–৩ এ সিরাজুল ইসলাম খান রাজু, বগুড়া–৪ আসনে মো. হেলাল উদ্দিন কবিরাজ, বগুড়া–৬ এ রাগেবুল আহসান রিপু, বগুড়া–৭ এ মো. মোস্তফা আলম, নওগাঁ–৩ এ সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী, নওগাঁ–৪ এ মো. নাহিদ মোর্শেদ, নওগাঁ–৬ মো. আনোয়ার হোসেন হেলাল, রাজশাহী–২ এ মোহাম্মদ আলী, রাজশাহী–৩ এ মোহাঃ আসাদুজ্জামান আসাদ, রাজশাহী–৪ এ মো. আবুল কালাম আজাদ, রাজশাহী–৫ এ মো. আব্দুল ওয়াদুদ, নাটোর–৪ এ মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এবং পাবনা–৪ এ গালিবুর রহমান শরীফ।

খুলনা বিভাগ
খুলনা বিভাগে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন আওয়ামী লীগের ১২ নতুন মুখ। এরা হলেন, মেহেরপুর–২ এ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক, ঝিনাইদহ–৩ এ মো. সালাহ উদ্দিন মিয়াজী, যশোর–২ এ মো. তৌহিদুজ্জামান, যশোর–৪ এ এনামুল হক বাবুল, যশোর–৬ এ শাহীন চাকলাদার, মাগুরা–১ এ সাকিব আল হাসান, বাগেরহাট–৪ এ এইচ এম বদিউজ্জামান সোহাগ, খুলনা–৩ এ এস এম কামাল হোসেন, খুলনা–৬ এ মো. রশীদুজ্জামান, সাতক্ষীরা–১ এ ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা–২ এ মো. আসাদুজ্জামান বাবু এবং সাতক্ষীরা–৪ এ এস এম আতাউল হক।

বরিশাল বিভাগ
বরিশাল বিভাগে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে এসেছেন এমন প্রার্থী ৭ জন। এরা হলেন, বরগুনা–২ এ সুলতানা নাদিরা, পটুয়াখালি–৪ এ মো. মহিবুর রহমান, বরিশাল–৩ এ সরদার মো. খালেদ হোসেন, বরিশাল–৪ এ শাম্মী আহমেদ, বরিশাল–৬ এ আবদুল হাফিজ মল্লিক, পিরোজপুর–২ এ কানাই লাল বিশ্বাস এবং পিরোজপুর–৩ এ মো. আশরাফুর রহমান।

ঢাকা বিভাগ
এবার ঢাকা বিভাগে দেখা মিলবে আওয়ামী লীগের ১৬ নতুন মুখের। এরা হলেন, টাঙ্গাইল–৩ এ মো. কামরুল হাসান খান, টাঙ্গাইল–৪ এ মো. মোজহারুল ইসলাম তালুকদার, টাঙ্গাইল–৫ এ মো. মামুন অর রশিদ, টাঙ্গাইল–৭ এ খান আহমেদ শুভ, টাঙ্গাইল–৮ এ অনুপম শাহজাহান জয়, কিশোরগঞ্জ–৩ এ মো. নাসিরুল ইসলাম খান, মানিকগঞ্জ–১ এ মো. আব্দুস সালাম, মুন্সিগঞ্জ–১ এ মহিউদ্দিন আহমেদ, ঢাকা–৫ এ হারুনর রশীদ মুন্না, ঢাকা–৬ এ মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা–৭ এ মোহাম্মদ সোলায়মান সেলিম, ঢাকা–১০ এ ফেরদৌস আহমেদ, ঢাকা–১১ এ মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, ঢাকা–১৪ এ মো. মাইনুল হোসেন খান, গাজীপুর–৩ এ রুমানা আলী, নরসিংদী–৩ এ ফজলে রাব্বি খান এবং ফরিদপুর–৩ এ শামীম হক।

ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ বিভাগে এবার ৯টি আসনে দেখা যাবে আওয়ামী লীগের নতুন মুখ। এরা হলেন, জামালপুর–১ আসনে নূর মোহাম্মদ, জামালপুর–৪ আসনে মো. মাহবুবুর রহমান, জামালপুর–৫ আসনে মো. আবুল কালাম আজাদ, শেরপুর–৩ এ এ ডি এম শহিদুল ইসলাম, ময়মনসিংহ– ৩ এ নিলুফার আনজুম, ময়মনসিংহ–৪ আসনে মোহাম্মদ মোহিত উর রহমান, ময়মনসিংহ–৫ এ মো. আব্দুল হাই আকন্দ, নেত্রকোনা–৪ এ সাজ্জাদুল হাসান এবং নেত্রকোনা–৫ এ আহমদ হোসেন।

সিলেট বিভাগ
সিলেট বিভাগের ৮টি আসনে নতুন প্রার্থীদের মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এরা হলেন, সুনামগঞ্জ–১ এ রনজিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ–২ এ চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, সুনামগঞ্জ–৫ এ মুহিবুর রহমান মানিক, সিলেট–৫ এ মাসুক উদ্দিন আহমদ, মৌলভীবাজার–২ এ শফিউল আলম চৌধুরী, মৌলভীবাজার–৩ এ মোহাম্মদ জিল্লুর রহমান, হবিগঞ্জ–১ এ ডাঃ মো. মুশফিক হুসেন চৌধুরী এবং হবিগঞ্জ–২ এ ময়েজ উদ্দিন শরীফ।

চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম বিভাগে এবার দেখা যাবে আওয়ামী লীগের ১২ নবীন মুখ। এরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে মো. শাহজাহান আলম, কুমিল্লা–১ এ মো. আবদুস সবুর, চাঁদপুর–১ এ সেলিম মাহমুদ, ফেনী–১ এ আলাউদ্দিন আহম্মদ চৌধুরী, নোয়াখালি–৬ এ মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর–২ এ নূর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর–৩ এ মোহাম্মদ গোলাম ফারুক, লক্ষ্মীপুর–৪ ফরিদুন্নাহার লাইলী, চট্টগ্রাম–২ এ খদিজাতুল আনোয়ার, চট্টগ্রাম–৪ এ এস এম আল মামুন, চট্টগ্রাম–৫ এ মোহাম্মদ আবদুস সালাম এবং চট্টগ্রাম–১০ মো. মহিউদ্দিন বাচ্চু।