বিনোদন জগতে নৌকার মনোনয়ন পেলেন যারা
- আপডেট সময় : ০১:৪৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
- / ৪৩৫ বার পড়া হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা হলো আজ। বেশ কিছু আসনে দলটির প্রার্থী হচ্ছেন নতুন মুখ। তবে নীলফামারী-২ ও মানিকগঞ্জ-২ আসনে পুরনোতেই আস্থা রেখেছে আওয়ামী লীগ। নতুন মুখ হিসেবে বিনোদন অঙ্গন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা-১০ আসনে নৌকার মাঝি হলেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নীলফামারী-২ আসন থেকে এবারও মনোনয়ন পেয়েছেন কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূর। অন্যদিকে, মানিকগঞ্জ-২ আসনেও এবার মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। আজ রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারও মনোনয়ন পাননি অভিনেত্রী মাহিয়া মাহি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। এই আসনে এবার মনোনয়ন পেয়েছেন এ আসনের বর্তমান এমপি জিয়াউর রহমান।
নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঝিনাইদহ-১ আসনে প্রার্থী হতে চেয়ে মনোনয়নপত্র কিনেছিলেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত নায়িকা সামসুন্নাহার সিমলা। তবে আসনটিতে তাকে মনোনয়ন দেয়া হয়নি। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই।
এর আগে আসাদুজ্জামান একই আসন থেকে ২০০১, ২০০৮ এবং ২০১৪ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করবার পর মন্ত্রীসভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। সবশেষ, ২০১৮ সালের একাদশ নির্বাচনে তিনি একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।
এদিকে, ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হয়েছিলেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ২০১৪ সালের নির্বাচনে মানিকগঞ্জ-২ থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান তিনি। পরবর্তীতে ২০১৮ সালের নির্বাচনেও একই আসনে ভোটে দাঁড়ান এই তারকা।