যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ইসরাইলে কাতারের প্রতিনিধি দল
- আপডেট সময় : ০৬:৫২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
- / ৪২১ বার পড়া হয়েছে
গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আলোচনা করতে ইসরাইল সফরে গেছেন কাতারের প্রতিনিধি দল। শনিবার (২৫শে নভেম্বর) যুদ্ধবিরতির দ্বিতীয় দিন তারা ইসরাইল সফরে যান।
ইসরাইল সফরে থাকা এক কর্মকর্তা ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা বলেছেন, ‘কাতারি অপারেশন টিম ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে সুষ্ঠুভাবে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির বিষয়ে সমন্বয় করছেন।’
শুক্রবার (২৪শে নভেম্বর) সকালে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চার দিনের সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী এদিন স্থানীয় সময় বিকেলেই দুই পক্ষের মধ্যে বন্দি বিনিময় হয়। পরের দিন হামাস ১৩ ইসরাইলি নাগরিককে মুক্তি দেয় আর তার বিনিময়ে কারাগারে বন্দি ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইল।
এদিনই গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ‘বাস্তবসম্মত সুযোগ’ রয়েছে।