হবিগঞ্জে পণ্যবাহী ট্রাকে আগুন
- আপডেট সময় : ০৭:৩৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
- / ৪৩৩ বার পড়া হয়েছে
বিএনপির ডাকা সপ্তম দফা অবরোধের দ্বিতীয় দিনে হবিগঞ্জের ধুলিয়াখালে একটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ট্রাকের সব মালামাল আগুনে পুড়ে যায়। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে হবিগঞ্জের বাইপাস সড়কের ধুলিয়াখাল এলাকায় আরএফএল কোম্পানির একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, সকালে রোকনপুর আরএফএল কোম্পানির ডিপো থেকে পণ্যবোঝাই একটি ট্রাক হবিগঞ্জের বাইপাস সড়কের ধুলিয়াখাল এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্তরা ট্রাকের গ্লাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ট্রাকে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ট্রাক চালক আব্দুস সত্তার বলেন, ‘আরএফএল কোম্পানির রোকনপুর ডিপো ডিলার পয়েন্টে প্লাস্টিক পণ্য নিয়ে যাচ্ছিলাম। ধুলিয়াখাল পৌঁছালে দেখি ২০-২৫ জন যুবক মিছিল করছে, মিছিল দেখে আমি ট্রাক থামাই। এর পর মিছিল থেকে কয়েকজন যুবক এসে প্রথমে গাড়ির গ্লাস ভাঙচুর করে, পরে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে আরএফএল কোম্পানির পুরো ট্রাক ও প্রায় ৪ লাখ টাকার প্লাস্টিক মালামাল পুড়ে যায়।’
এ প্রসঙ্গে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান জানান, ট্রাকে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হরতাল-অবরোধের সমর্থনকারীরাই এ অগ্নিসংযোগের ঘটনা ঘটাতে পারে। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।