জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশে বিরোধী নেতাকর্মী ও সমর্থকদের গণগ্রেফতারে উদ্বেগ জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির আশা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বেআইনী গ্রেফতার বন্ধে ব্যবস্থা নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশে নির্বাচনকেন্দ্রীক রাজনৈতিক অস্থিরতা থামাতে ঢাকায় বিদেশি কূটনীতিকদের সরব হওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। তাদের ওয়েব সাইটে ২৬ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে প্রতিটি সহিংসতার স্বচ্ছ তদন্তের তাগিদ দেওয়া হয়।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশের আয়োজন ও সহিংসতায় হতাহতের ঘটনা উল্লেখ করে বলা হয়েছে, এরপর প্রায় ১০ হাজার বিরোধী নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
মানবাধিকার সংস্থাটির এশিয়া শাখার জ্যেষ্ঠ গবেষক জুলিয়া ব্লেকনার বলেছেন, অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে কূটনীতিক সহযোগীদের আশ্বস্ত করা হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরোধীদের গ্রেফতার করে কারাগার ভরে ফেলা হচ্ছে।
তার মতে, বাংলাদেশ সরকারকে বোঝানো উচিত, এভাবে চললে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়বে। প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার, ভিডিও আর পুলিশের নথি পর্যালোচনায় হিউম্যান রাইটস্ ওয়াচের দাবি, অতিরিক্ত বল প্রয়োগ, নির্যাতন, হয়রানী ও বিচারবহির্ভূত হত্যায় আইন-শৃঙ্খলা বাহিনীর জড়িত থাকার প্রমাণ আছে।