অর্থনীতি রক্ষায় নির্বাচনকে সুষ্ঠু করার ওপর সিইসির জোর
- আপডেট সময় : ০৮:১৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
- / ৪১৭ বার পড়া হয়েছে
নির্বাচন নিয়ে দেশ সংকটে। গণতন্ত্র বাঁচাতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, বিদেশি শক্তির থাবা থেকে দেশের ভবিষ্যৎ ও অর্থনীতি রক্ষা করতে আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার ওপর জোর দেন সিইসি। নির্বাচনের দিন গুরুত্বপূর্ণ, হয় সফল না হয় ব্যর্থ হবো। অবিতর্কিত ফলাফল চায় কমিশন। তবে আমরা অবশ্যই সফল হবো। আমরা দেখতে চাই গ্রহণযোগ্য ভোট।
সোমবার (২৭ নভেম্বর) সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্যের নির্বাচনী আইন বিধি ও কর্মপদ্ধতি বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিনদিনব্যাপী প্রশিক্ষণের প্রথম দিন ১০৫ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সিইসি বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচন হবে। পোলিংয়ে ১০ গুণ বেশি নজর রাখবেন। পোলিং হচ্ছে কাস্ট অব ভোট। বাক্সগুলো ওপেন করা হবে, সবাই প্রতিটি কেন্দ্রে চোখ রাখবেন।
তিনি বলেন, বাইরে থেকে বিদেশিদের থাবা বিস্তার করে রেখেছে। দেশের অর্থনীতি, ভবিষ্যৎ, গার্মেন্টস বাঁচাতে হলে আগামী নির্বাচনটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য করতে হবে।
সিইসি বলেন, ‘নির্বাচনকে নিয়ে দেশে যে বিতর্ক হচ্ছে তা অনাকাঙ্ক্ষিত। নির্বাচন নিয়ে রাজনীতি দ্বিধাবিভক্ত। নির্বাচন নিয়ে দেশ সংকটে আছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’
৩০০ আসনের জন্য নিয়োজিত ৩০০ নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে আজ সোমবার সিইসি এসব মন্তব্য করেন। সুষ্ঠু, অবাধ ও আইনানুগভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।