২৮৭ আসনে প্রার্থী ঘোষণা করল জাতীয় পার্টি
- আপডেট সময় : ০৫:০৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
- / ৪২৪ বার পড়া হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। সোমবার রাজধানীর বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।
২৮৭ আসনের মধ্যে দলের চেয়ারম্যান জিএম কাদের রংপুর–৩ ও ঢাকা–১৭ আসনে নির্বাচন করবেন। এই দুটি আসন থেকে নির্বাচন করতেন দলটির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু নির্বাচন করবেন কিশোরগঞ্জ–৩ আসন থেকে। বর্তমানে এই আসন থেকে তিনি নির্বাচিত সংসদ সদস্য।
এ ছাড়া আনিসুল ইসলাম মাহমুদ নির্বাচন করবেন চট্টগ্রাম–৫ থেকে; রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী–১ আসন থেকে নির্বাচন করবেন। বাকি ১৩ আসনের মধ্যে দলের প্রধান উপদেষ্টা রওশন এরশাদের জন্য ময়মনসিংহ–৪ খালি রাখা হয়েছে।
এর আগে গতকাল রোববার আওয়ামী লীগ ২৯৮ আসনে প্রার্থী ঘোষণা করে। এর মধ্যে ঢাকা–১৭ থেকে লড়বেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত ও রংপুর–৩ আসন থেকে লড়বেন তুষার কান্তি মন্ডল। আর কিশোরগঞ্জ–৩ আসন থেকে লড়বেন মো. নাসিরুল ইসলাম খান।
জাতীয় পার্টির ২৮৭ আসনে প্রার্থী