আন্দোলনে সরকার পতনের হুঁশিয়ারী ইসলামী আন্দোলনের
- আপডেট সময় : ০৮:০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
- / ৪৬২ বার পড়া হয়েছে
দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবীদের নিয়ে সংলাপ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একতরফা নির্বাচন করার লক্ষ্যে ও বিরোধী মতকে স্তব্ধ করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। রাজপথের আন্দোলনে সরকার পতনের হুঁশিয়ারী দেন বক্তারা।
আজ মঙ্গলবার সকালে, রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এই সংলাপে বিএনপি, এবি পার্টি, গণফোরামের একাংশ, জাগপাসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।
সংলাপে লিখিত বক্তব্যে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তফসিল বাতিলসহ তিনটি প্রস্তাব তুলে ধরেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
এদিকে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।
‘বিদ্যমান সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে জাতীয় সংলাপ’- শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।
এছাড়াও উপস্থিত ছিলেন-জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হয়দার, গণফোরাম নেতা এ্যাড সুব্রত চৌধুরী, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কায়সার কামাল, গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া) মিয়া মশিউজ্জামান, গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, জাগপা সহ সভাপতি রাশেদ প্রধান এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আবদুল লতিফ মাসুম।