প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩১০
- আপডেট সময় : ০৫:৩৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
- / ৪৪২ বার পড়া হয়েছে
দুই ম্যাচের টেস্ট ক্রিকেট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮৫ ওভার ৯ উইকেটে ৩১০ রান।
মুশফিক-সোহানদের ব্যর্থতায় প্রথম দিনের খেলা শেষের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। যদিও দশম উইকেট জুটিতে দেয়াল হয়ে দাঁড়ালেন শরিফুল-তাইজুল। তাদের ১৯ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটিতে কোনোরকমে দিন পার করেছে স্বাগতিকরা। দাপট দেখিয়ে শরিফুল ইসলাম ১৩ ও তাইজুল ইসলাম ৮ রানে অপরাজিত।
এর আগে প্রথম সেশনে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০৪ রান। দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে মুমিনুল-জয় জুটি দারুণ সব স্ট্রোক্সে দলের সংগ্রহ বড় করতে থাকেন। তবে সেশনের একেবারে শেষবেলায় এসে পরপর দুই ওভারে মুমিনুল ও জয়কে হারিয়ে ফেলে বাংলাদেশ।
শুরুতে টস জিতে আগে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার ব্যাট্সম্যান মাহামুদুল হাসান জয় ও জাকির হাসান। তবে, দলের ৩৯ রানে এজাজ পাটেলের বলে জাকির হাসান আউট হলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। কিন্তু রানের চাকা সচল রেখে দলকে বড় সংগ্রহের পথে এগি নেন আরেক ওপেনার মাহামুদুল হাসান জয়। এরপর ব্যাক্তিগত ৩৭ রান করে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিদায় নিলে প্রথম সেশনে ২৭ ওভার ব্যাট করে ২ উইকেটে ১০৪ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ দল।
বিরতির পর ওপেনার জয় ৮৬ রান করে শতকের দেখা পাননি, সোধির বলে আউট হন। শেষ পর্যন্ত ১ম দিনে, স্বাগতিকদের সংগ্রহ ৯ উইকেটে ৩১০ রান।
আজ (মঙ্গলবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হয় সকাল সাড়ে ৯টায়। আগামীকাল সকালে ২য় দিনে ব্যাট করতে নামবে টাইগাররা।