উ:কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইটের আওতায় পেন্টাগন, হোয়াইট হাউস
- আপডেট সময় : ০৫:৪৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
- / ৪৩৫ বার পড়া হয়েছে
সম্প্রতি উত্তর কোরিয়া একটি গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপন করেছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএর বরাতে আরটি জানিয়েছে, স্যাটেলাইটটি এরই মধ্যে হোয়াইট হাউস, পেন্টাগন ও মার্কিন রণতরীর ছবি পাঠিয়েছে। এসব ছবি উত্তর কোরিয়া নিরীক্ষা করেছে বলে জানা গেছে। উত্তর কোরীয় নেতারা জানান, স্যাটেলাইটের মূল কাজ যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক কার্যক্রমের ওপর নজর রাখা।
সোমবার (২৭ নভেম্বর) জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত কিম সং বলেছেন, বিশ্বের অন্যান্য দেশের বেলায় নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণের কোনো বিধিনিষেধ নেই। তাহলে তাদের বেলায় কেন থাকবে।
কিম সং আরও বলেছেন, বিশ্বের আর কোনো দেশই উত্তর কোরিয়ার চেয়ে বেশি নিরাপত্তা হুমকিতে নেই। যুদ্ধবাজ দেশ যুক্তরাষ্ট্র আমাদের পরমাণু অস্ত্র দিয়ে হামলার হুমকি দিচ্ছে। তাদের যে যে অস্ত্র আছে, সেই সেই অস্ত্র তৈরি, পরীক্ষা ও উৎপাদন করা আমাদের বৈধ অধিকার।’
বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ও চীনের বন্ধু হিসেবে পরিচিত দেশ উত্তর কোরিয়া এতদিন পর্যন্ত বিদেশি স্যাটেলাইটের নজরদারিতে ছিল। এখন তারা নিজেরাই কক্ষপথে একটি স্যাটেলাইট পাঠিয়ে অন্যান্য দেশকে নজরদারিতে আনতে সক্ষম হয়েছে, যা কিম জং উনের জন্য একটি বড় অর্জন।
কেসিএনএ বলছে, স্যাটেলাইটটি যুক্তরাষ্ট্র ছাড়াও দক্ষিণ কোরিয়া, গুয়াম ও ইতালির বেশ কয়েকটি শহর ও সামরিক ঘাঁটির ছবি তুলেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ছবিও তুলেছে এই স্যাটেলাইট।
গোয়েন্দা স্যাটেলাইটের তোলা ছবিগুলোকে কেসিএনএ ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু’র ছবি হিসেবে বর্ণনা করেছে। কেসিএনএ জানায়, কিম জং উন গুয়ামে অবস্থিত অ্যান্ডারসেন বিমানঘাঁটি, নরফোকের একটি নৌঘাঁটি ও নিউপোর্টের একটি বিমানঘাঁটির ছবিও নিরীক্ষা করছেন। এই ছবিগুলোতে চারটি পারমাণবিক সক্ষমতাসম্পন্ন রণতরী ও যুক্তরাজ্যের একটি যুদ্ধবিমানবহনকারী রণতরী চিহ্নিত করেছে পিয়ংইয়ং।
উত্তর কোরিয়ার দাবি, এই ছবিগুলো গতকাল সোমবার তোলা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে অন্য কোনো বাণিজ্যিক উৎস থেকে উল্লেখিত অবস্থানগুলোর একই দিনে তোলা কোনো ছবি সংগ্রহ করতে পারেনি রয়টার্স।