১৭ দিন পর সুড়ঙ্গে আটকেপড়া ৪১ শ্রমিক উদ্ধার
- আপডেট সময় : ০৫:৪০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
- / ৪৪৫ বার পড়া হয়েছে
ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে এর ভেতর আটকে থাকা ৪১ শ্রমিকের সবাইকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। ১৭ দিনের শ্বাসরুদ্ধকর অভিযানে মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটের মধ্যে তাদের জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকাজে নিয়োজিত কর্মকর্তারা জানিয়েছেন, শ্রমিকদের সবাই সুস্থ ও স্বাভাবিক আছেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
উদ্ধার হওয়া শ্রমিকদের নিকটস্থ অস্থায়ী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধারের পর শ্রমিকদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দলের পাশাপাশি ৪১টি অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছিল। যাতে প্রয়োজনে শ্রমিকদের হৃষিকেশের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতালে নিয়ে যাওয়া যায়।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি বলেছেন, ১৭ দিন পর টানেলে আটকে পড়া ৪১ শ্রমিক উদ্ধার হওয়ার মাধ্যমে ধৈর্য, কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের বিজয় হয়েছে।
এর আগে, গত ১২ নভেম্বর ভোরে নির্মাণাধীন ওই সুড়ঙ্গটির একটি অংশ ধসে পড়ে। এ সময় এর ভেতরে ৪১ শ্রমিক আটকা পড়েন। ১৭ দিন ধরে সেখানে আটকে থাকেন তারা। আটকে পড়ার প্রথম দিন থেকেই তাদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।